img

Follow us on

Saturday, Jan 18, 2025

SSC Scam: সময় এসেছে সততার মুখোশ খোলার!

সময় এসেছে সততার মুখোশ খোলার!

  2022-07-29 20:05:22

ফ্ল্যাট খুললেই বিপুল ধনরাশি। টাকার পাহাড়। একের পর এক সম্পত্তির হদিশ। পার্থ-অর্পিতার গ্রেফতারের পর এই সত্য এখন আমজনতার সামনে। কিন্তু এই কোটি কোটি টাকা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। দল থেকে সাসপেন্ড হওয়ার পর পার্থ বলছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র কি তাঁর দলের লোকেরাই করেছে? সেব্যাপারে এখনও মুখ খোলেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু এই চক্রের পিছনে তিনি যে একা থাকতে পারেন না, এটা একটা মিলিজুলি ঘোটালা, তা মনে করছেন অনেকেই। এদের মধ্যে যেমন আছেন পরিচালক অপর্ণা সেন। পার্থ গ্রেফতারের দিনই রাতে টুইট করেছেন তিনি। সেখানে লিখেছেন, ভুলে গেলে চলবে না যে, রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে টাকা উদ্ধার হয়েছে, তা পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষের শোষণের টাকা। পিসি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এভাবে সব ধুয়ে ফেলা যাবে না। যাদের লুঠ করে এই টাকা জমানো হয়েছে, তাদের উপকারে এই টাকা খরচা করা উচিত।  রাজ্যে তৃণমূল সরকার আসার আগে পরিবর্তনের ডাক দিয়ে যাঁরা পথে নেমেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অপর্ণা সেন। মমতা সরকারের দুর্নীতি লাগামছাড়া হয়ে প্রকাশ্যে এসে যাওয়ায়, এখন ফের তিনি সোচ্চার হয়েছেন। মুখ খুলেছেন সরকারের সমালোচনায়। তিনিও মনে করছেন, এই কাণ্ডের নেপথ্যে তৃণমূলের অনেকেই আছে। একসময় যাঁরা পরিবর্তনের ডাক দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শুভাপ্রসন্ন। তাঁর বিরুদ্ধে অবশ্য একাধিক অভিযোগ উঠেছে মমতা জমানায়। জেরার মুখোমুখি হয়েছেন ইডি থেকে সিবিআইয়ের। তাই তিনি বিচার না হওয়া পর্যন্ত পার্থকে নিয়ে মুখ খুলতে চান না। 

তবে তৃণমূলের কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে এর আগেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন অভিনেতা, নাট্যকার কৌশিক সেন। যেমন বারবার সমালোচনার কথা শোনা গেছে বিভাস চক্রবর্তীর কথাতেও। সিঙ্গুর-নন্দীগ্রাম ঘটনার পর এঁরা সকলেই রাস্তায় নেমেছিলেন। তাঁদের সম্মিলিত পোস্টারও নজরে এসেছিল সকলের। এদের মধ্যে অনেকেই আজ অবশ্য মুখ্যমন্ত্রীর অনুগ্রহের প্রার্থী। কিন্তু যাঁরা দূরে সরে গেছেন, তাঁরা ফুঁসছেন সরকারের কাজকর্মে।

যেমন ফুঁসছেন এই সময়ের অনেক অভিনেতা থেকে পরিচালক। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ,অনীক দত্ত সহ আরও অনেকে। সত্য সামনে আনতে থার্ড ডিগ্রির কথা মনে করিয়ে দিয়েছেন পরিচালক অনীক দত্ত। ঋত্বিক চক্রবর্তী মনে করিয়ে দিচ্ছেন, আমরা যেন ভুলে না যাই সেই আন্দোলনকারীদের কথা, যারা ধর্না মঞ্চে কাটিয়ে দিলেন ৫০০ দিন। 

ঋদ্ধি সেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, ‘একদিকে চলতে থাকুক বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ আর মহানায়ক সম্মান, অন্যদিকে আরও ২০ কোটি উদ্ধার আরেকটা ফ্ল্যাটে, আবিস্কার হবে আরও, বাড়বে আরও কিছু শূন্য। শুধু এর মাঝখানে রাস্তায় দিন রাত এক করে ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য আরও দুটো শুন্যে যোগ হলো ৫'এর সাথে, তাদের, যারা সৎ ভাবে স্বপ্ন দেখেছিলো। ছিঃ।  সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘চ্যানেলে চ্যানেলে শুধু টাকার পাহাড়ের ছবি। সোশ্যাল মিডিয়ায় শুধু টাকার অঙ্কের আপডেট। সবাই হাসছে, এখনও! কি অশ্লীল দৃশ্য! কি জঘন্য দৃশ্য! একটুও হাসি পাচ্ছে না আমার...এখনও!’ তাঁরা বলছেন হাসি পাচ্ছে না। কারণ তাঁরা ফুঁসছেন।  অনেকেই ঘনিষ্ঠমহলে বলছেন, এবার নামতে হবে পথে। খুলে দিতে হবে সততার মুখোশ। দড়ি ধরে টান মেরেই খান খান করে দিতে হবে রাজাকে।

Tags:

Partha Chatterjee

bangla news

Bengali news

Trending News

Srijit Mukherjee

Rudranil Ghosh

partha chatterjee news

partha chatterjee on ssc

partha chatterjee latest news

partha chatterjee latest

partha chatterjee arrest news

arpita mukherjee news

arpita mukherjee ed

ed raid arpita mukherjee

arpita mukherjee partha chatterjee

arpita mukherjee arrest

  arpita mukherjee

partha chatterjee summoned live update

arpita mukherjee 50 crore rupees

  arpita mukherjee tmc

arpita mukherjee's house aparna sen

anik dutta

Sudipta Chakrabarty

celebrity on partha


আরও খবর


ছবিতে খবর