"বাংলার ছেলেরা নোবেলটা চুরি করেছে", তৃণমূল বিধায়কের মন্তব্যে শোরগোল
মাধ্যম নিউজ ডেস্ক: "নোবেল (Nobel Prize) দিয়ে কবিগুরুকে অপমান করা হয়েছিল, তাই বাংলার ছেলেরা তা চুরি করেছে"। রবীন্দ্র জয়ন্তীর (Rabindra Jayanti) দিন কবিগুরুকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন ভাতারের তৃণমূল (TMC) বিধায়ক।
২৫ শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬১ তম জন্মদিন। বিভিন্ন জায়গায় কবিগুরুর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। ভাতার (Bhatar) ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী (Mangovinda Adhikary)।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গিয়েছিল একটা কারণেই, সেটা হল বিশ্বকবিকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল । সেই কারণেই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে ।"
তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে এখন শোরগোল পড়েছে রাজ্যজুড়ে।