Piyali_Basak_And Her Mother
মাউন্ট এভারেস্টের (8849m) পর এবার লোৎসে (8516m)। হুগলীর পিয়ালি বসাকের লক্ষ্য এভারেস্ট ছুঁয়েই একছুট্টে লোৎসে। পৃথিবীর শীর্ষতম বিন্দু থেকে চতুর্থ শীর্ষ বিন্দুতে। কেউ কেউ বলতেই পারেন এ আবার নতুন কথা কী? কিন্তু অভিযাত্রীরা জানেন, এভারেস্টের থেকেও আরও জটিল এবং আরও কঠিন অভিযান হল লোৎসে। অনেকেই চেষ্টা করেন। সবাই পারেন না।
ছোট থেকেই পাহাড় টানে পিয়ালিকে। এখন একটি স্কুলের শিক্ষিকা। পাহাড় কিন্তু পিছু ছাড়েনি।
দিন তিনেক আগে এভারেস্ট জয়ের খবর এসেছিল, স্বাভাবিক কারণেই খুশি পরিবার। কিন্তু আশঙ্কিতও। কারণ পরের লক্ষ্য আরও বিপজ্জনক। চূড়ান্ত দক্ষতা ছাড়া কোনও পর্বতারোহী লোৎসে যাওয়ার সাহস দেখান না।
ছোটবেলা থেকে ছবি আঁকতেন। যেমন তেমন নয় রীতিমত অয়েল পেইন্টিং। পিয়ালির রঙ-তুলি ক্যানভাসের স্ট্রোকেও শুধু বরফ পাহাড়ের হাতছানি...আর নিস্তব্ধতা
পাহাড় ডাকে আয়..অ্যাডভেঞ্চার ডাকছে আয়।