আবার বিতর্কিত আরাবুল, কি বললেন বিধায়ক নৌশাদকে?
ফের বেপরোয়া আরাবুল। যাকে তাজা নেতা বলে সম্বোধন করেন স্বয়ং নেত্রী। একদা তৃণমূলের বিধায়ক আরাবুল ইসলাম ফের ফর্মে ফেরার চেষ্টায়। রবিবার ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকির সভার পরই পালটা সভার অপশব্দে বেপরোয়া আরাবুল ইসলাম।
গত রবিবার, ভাঙ্গরে আইএসএফের সভা হয়। আইএসেফের সভার পরই, তৃণমূল নেতা বাহারুল ইসলামের নেতৃত্বে বেপরোয়া বোমাবাজি চলে আই এস এফের সভাপতির বাড়ি লক্ষ্য করে। তাতে এক শিশুও আহত হয়। তারপর সোমবারই ছিল তৃণমূলের পালটা সভা। সেই সভা থেকেই বিতর্কিত বক্তব্য আরাবুলের।
কিছুদিন আগেই কানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লাকে ভাঙরের অবজারভার নিয়োগ করে তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের ঘনিষ্ঠ। যার কাজ ছিল একদা বিধায়ক আরাবুলকে সংযত রাখা। সেই শওকত মোল্লা উপস্থিতিতে মঞ্চে বসিয়েই ফের বিতর্কিত অসংযত মন্তব্য ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুলের। তিনি বলেন,
বিধায়ক নওশাদের পিঠের চামড়া তুলে নিতে হবে। এখন এরা পরিষেবা বা উন্নয়ন বোঝে না। এরা খেটে বা বাঁশের লাঠি বোঝে। এদের খেটে দিয়ে উন্নয়ন বোঝাতে হবে।
তবে আরাবুলকে গুরুত্ব দিতে নারাজ ,আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন,
“তৃণমূল এরকমই। তবে এভাবে আইএসএফকে দমিয়ে রাখা যাবে না।”
এই সেই ক্লাস এইট পাশ তৃণমূল নেতা আরাবুল ইসলাম, যিনি বিখ্যাত হয়েছিলেন স্কুলে টিচার্স-রুমে ঢুকে শিক্ষিকার কপালে জলের জগ ছুঁড়ে মেরেছিলেন।
Tags:
Madhyom
tmc
Bhangar
bangla news
Bengali news
mla
TMC MLA
bhangar news
bhangor
bhangor news
arabul islam
naushad siddiqui
isf leader naushad siddiqui
mla naushad siddiqui
bhangar news update
bhangar update
bhangar scuffle
controversial comments
arabul controversial comments
arabul islam controversial comment
controversial
ex tmc mla controversial comment
arabul
arabul islam news
arabul islam tmc
arabul islam attack naushad siddiqui
naushad mla
mla naushad