তৃণমূল ত্যাগ বিপ্লব ওঝার
বীরভূমে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন। দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে পদত্যাগ করলেন জেলা সহ সভাপতি বিপ্লব ওঝা। বিপ্লব জেলা পরিষদেরও সদস্য ছিলেন। একযোগে সবকটি পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। ইস্তফা দেওয়ার পরই তাঁকে দেখা যায় শুভেন্দুর মঞ্চে। যোগও দেন বিজেপিতে। শুনুন, পদত্যাগ করে কী বলেছেন বিপ্লব ওঝা।