WhatsApp_Image_2023-05-27_at_1937.46
নলহাটি,দুবরাজপুর,রামপুরহাটের পর ফের বোমা উদ্ধার লাভপুরে। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই ঝোপের মধ্যে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হল। উদ্ধার করল দরবারপুর থানার পুলিশ।
চলতি বছরের ১৮ জানুয়ারির রাতে বোমা উদ্ধার করতে গেলে এই দরবারপুরেই পুলিশ লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুস্কৃতিরা। আহত হন লাভপুর থানার পুলিশ অফিসার পার্থ সাহা। হই চই পড়ে যায় সংবাদ মাধ্যমে। প্রশ্ন ওঠে, কি করে দুষ্কৃতীদের এত বড় সাহস হয়! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ বীরভূমের বোমা উদ্ধারে গেলে দুষ্কৃতীরা পুলিশকেই বোমা মারে।
ফের ভাইরাল হয়েছিল অনুব্রত মণ্ডল সেই বিখ্যাত বাণী,
"আমি বলছি পুলিশকে বোম মারুন"
প্রশ্ন উঠেছিল,বীরভূমের দুস্কৃতীরাই কি পরিচালনা করে শাসক দল তৃণমূলকে? নাকি তৃণমূল দলটাই বীরভূমে অন্তত দুষ্কৃতীদের হাতে চলে গেছে।
আর আশ্চর্যজনক ভাবে দরবারপুর ঐ পুলিশকে বোমা মারা ঘটনায়, এক তৃণমূল কংগ্রেস কর্মী গ্রেফতার হয়। নাম গোলাম মোস্তাফা।
এবার চার মাস পরেই অভিযুক্ত সেই গোলাম মোস্তাফার বাড়ির পাশ থেকেই ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। একটা অঙ্গনওয়ারিকেন্দ্রের পাশেই ঝোপের মধ্যে ড্রামে করে লুকিয়ে রাখা হয়েছিল বোমা।
গতকাল রাতেই গোপন সূত্রে খবর পেয়ে পাঁড়ুই থানার পুলিশ অবিনাশপুর ক্যানেল মোড় থেকে সেখ আতাউল্লা নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করলে,তার কাছ থেকে একটা সেভেন এম,এম পিস্তল,ম্যাগজিন ও বেশ কিছু কার্তুজ মেলে।
প্রশ্ন উঠছে, গোটা জেলাটাই কি চলে গেছে দুষ্কৃতীদের হাতে। নাকি অনুব্রত মণ্ডল জেলাতে না থেকেও আছেন?
Tags:
Birbhum
Madhyom
anubrata mondal
bangla news
Bengali news
bomb
Anubrata
Birbhum News
birbhum bombs
anubrata mondal tmc
anubrata mondal news
labhpur
bomb recovered
birbhum bomb
anubrata mondal news update
birbhum bomb recovered
birbhum bomb news
birbhum bomb recovery update
labhpur bomb recovery
labhpur birbhum
anubrata model working
the models of anubrata
anubrata birbhum
labhpur anubrata
recovered
model
anubrata models
working
birbhum model