রাতে গরু পাচার, দিনে গোয়েন্দা হানা
সিবিআই-ইডি হানা চলছে । আবার তার মধ্যে পাচারও হচ্ছে। এ এক অদ্ভূত ছবি বীরভূমে। দিনের আলোয় সাংবাদিকের ক্যামেরায় যখন ধরা পড়ছে তৃণমূল নেতা আব্দুল কেরিম খানের বাড়িতে গোয়েন্দা হান, তখন রাতের অন্ধকারে দেখা যাচ্ছে গরু পাচার। চলুন প্রথমে আপনাদের দেখাই সেই গরু পাচারের ছবি।
একজন বলেই ফেলল, গরু নিয়ে তারা চলেছে মুর্শিদাবাদের সালার। আসলে, এই সালার থেকেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার হয় গরু। আমাদের এই ছবি ধরা পড়েছে লাভপুর লা-হাটা ব্রিজের কাছে। প্রথমে তাদের মুখ থেকে স্বগতোক্তির মতো সালারের নাম বেরিয়ে এলেও, পরে দ্রুত পালানোর চেষ্টায় তারা। এ এক অদ্ভূত খেল। রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে কেউ পাচার করে গরু। আবার ময়ূরেশ্বরের ওপর দিয়ে হাতিয়া গ্রাম হয়ে ট্রাকে করে অনেকে পাচারের পথ বেছে নেয়। বছরের পর বছর এভাবেই গরু পাচারের কেন্দ্রে বীরভূম। এই জেলাতেই বসে গরুর বৃহত্তম হাট। বিভিন্ন রাজ্য থেকে এখানে ট্রাকে করে গরু আসে। আর তারপর সেগুলি পাচার হয়ে যায়। অভিযোগ, এই পাচারের
Tags:
Birbhum
Cattle smuggling case
Cattle smuggling
Cow smuggling
Birbhum News
cow smuggling case
cow smuggling to bangladesh
cow smuggling bsf
cow smuggling latest news
cow smuggling west bengal
cow smuggling from india to bangladesh
birbhum latest news
ed raid on birbhum
ed raid on birbhum businessman
cow smuggling tmc
cow smuggling rumours
cow smuggling news
ed cbi raid on cow smuggling
cow smuggling india
cow smuiggling
coal smuggling at night