img

Follow us on

Thursday, Nov 28, 2024

Birbhum: রাতে গরু পাচার, দিনে গোয়েন্দা হানা

রাতে গরু পাচার, দিনে গোয়েন্দা হানা

  2022-08-05 15:46:07

সিবিআই-ইডি হানা চলছে । আবার তার মধ্যে পাচারও হচ্ছে। এ এক অদ্ভূত ছবি বীরভূমে। দিনের আলোয় সাংবাদিকের ক্যামেরায় যখন ধরা পড়ছে তৃণমূল নেতা আব্দুল কেরিম খানের বাড়িতে গোয়েন্দা হান, তখন রাতের অন্ধকারে দেখা যাচ্ছে গরু পাচার। চলুন প্রথমে আপনাদের দেখাই সেই গরু পাচারের ছবি। 
 
একজন বলেই ফেলল, গরু নিয়ে তারা চলেছে মুর্শিদাবাদের সালার। আসলে, এই সালার থেকেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার হয় গরু। আমাদের এই ছবি ধরা পড়েছে লাভপুর লা-হাটা ব্রিজের কাছে। প্রথমে তাদের মুখ থেকে স্বগতোক্তির মতো সালারের নাম বেরিয়ে এলেও, পরে দ্রুত পালানোর চেষ্টায় তারা। এ এক অদ্ভূত খেল। রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে কেউ পাচার করে গরু। আবার ময়ূরেশ্বরের ওপর দিয়ে হাতিয়া গ্রাম হয়ে ট্রাকে করে অনেকে পাচারের পথ বেছে নেয়। বছরের পর বছর এভাবেই গরু পাচারের কেন্দ্রে বীরভূম। এই জেলাতেই বসে গরুর বৃহত্তম হাট। বিভিন্ন রাজ্য থেকে এখানে ট্রাকে করে গরু আসে। আর তারপর সেগুলি পাচার হয়ে যায়। অভিযোগ, এই পাচারের  অন্যতম কারিগর আব্দুল কেরিম খান। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তিনি। ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। তার বিপুল সম্পত্তি এখন সিবিআই নজরে। নজরে বোলপুরের প্রাসাদোপম বাড়ি। গরু পাচারের সূত্রেই অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান বিশাল সম্পত্তির মালিক হয়েছেন বলে খবর আছে গোয়েন্দাদের কাছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতেই সেখানে তল্লাশি চালাচ্ছে সিবিআই ও ইডি। তল্লাশি চলেছে সিউড়ির পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতেও। ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের সম্পত্তি দেখভাল করত টুডু মণ্ডল। টুডুর সঙ্গে কেরিম খানেরও লেনদেন চলত বলে অভিযোগ। ফলে সায়গলকে জিজ্ঞাসাবাদ করেই বেরিয়ে আসছে একের পর এক তথ্য। ফাঁস হচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একাধিক ঘনিষ্ঠের একের পর এক কাণ্ডকারখানা। এখানেও পেঁয়াজের খোসার মতো বেরিয়ে পড়ছে একের পর এক দুর্নীতি। 
 

Tags:

Birbhum

Cattle smuggling case

Cattle smuggling

Cow smuggling

Birbhum News

cow smuggling case

cow smuggling to bangladesh

cow smuggling bsf

cow smuggling latest news

cow smuggling west bengal

cow smuggling from india to bangladesh

birbhum latest news

ed raid on birbhum

ed raid on birbhum businessman

cow smuggling tmc

cow smuggling rumours

cow smuggling news

ed cbi raid on cow smuggling

cow smuggling india

cow smuiggling

coal smuggling at night


আরও খবর


ছবিতে খবর