WhatsApp_Image_2023-03-26_at_2109.35
তিহাড়ে অনুব্রত। তাই এবার শাসকের দুর্নীতির বিরুদ্ধে দিকে দিকে আওয়াজ উঠছে বীরভূমে। এদিনই সেই ছবি দেখা গেল নানুরের বাসাপাড়ায়। সেখানে কাঠগড়ায় বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। তাঁর বিরুদ্ধে অভিযোগ জমি হাতানোর। কাউকে কম দাম দিয়ে আবার কারুর থেকে বিনা বয়সায় কেড়ে নিয়েছেন জমি। এই অভিযোগেই বিচার চাইছে নানুরের সাধারণ মানুষ।
কিন্তু কে এই আব্দুল কেরিম খান? গোয়েন্দা সূত্রে খবর, তিনি অনুব্রতর প্রিয় শিষ্য। তৃণমূলের মিলন মেলায় এই কেরিম নানান দামি উপহারে ভরিয়ে দিতেন অনুব্রতকে। কখনও মাথায় পরিয়ে দিতেন রূপোর মুকুট, কখনও তুলে দিতেন রুপোর তরোয়াল। উপহারের প্রতিদানও মিলত। দু হাত ভরে শিষ্যকে আশির্বাদ করতেন দাদা। আর সেই আশির্বাদে ভর করেই বিপুল সম্পত্তির মালিক হন কেরিম খান। কোটি কোটি টাকা খরচ করে তাঁর বাড়ি তৈরি হচ্ছে শান্তিনিকেতনে। সেই বাড়ি তৈরির মার্বেল ও কাচ নাকি আনা হয়েছে বেলজিয়াম থেকে। এ হেন কেরিম খানকে গরু পাচার মামলায় জেরাও করেছে গোয়েন্দারা। তল্লাশি চালানো হয়েছে তার বাড়িতে। জেলা কর্মাধ্যক্ষের দুর্নীতি চাপা থাকেনি এলাকায়। এখন কেষ্ট এলাকা ছাড়া হতেই রুখে উঠেছেন তাঁরা। অভিযোগ, গত ৫-৬ বছর ধরে জানুয়ারি মাসে এই চত্বরে মিলন মেলা বসে। মেলার আয়োজক কেরিম খানই। এখানেই তিনি গুরুর মাথায় চড়ান রুপোর মুকুট। এই ময়দানই অনুব্রত গ্রেফতার হওয়ার আগে মেলা কমিটির নামে অধিগ্রহণ শুরু করে আব্দুল কেরিম খান। তখন ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। অনুব্রত তিহাড়ে যেতেই সাহস পেয়েছে এলাকাবাসী। তাই জমি ফেরত চেয়ে এদিন বিক্ষোভ দেখান জমি মালিকরা। হাতে জমির দলিল ও কাগজপত্র নিয়ে অনুব্রত ঘনিষ্ঠের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। হস্তক্ষেপ দাবি করেন মুখ্য়মন্ত্রীর। ফলে এটা স্পষ্ট হচ্ছে, অনুব্রত তিহাড়ে যেতেই দুর্নীতির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ ভাবে মুখ খুলতে শুরু করেছেন বীরভূম বাসী।
Tags:
tmc
Cattle smuggling scam
birbhum tmc
kerim khan
Land Acquisition
nanoor
abdul karim khan
tmc leader abdul kerim khan
anubrata aide kerim khan
nanoor tmc
birbhum zila parishad abdul kerim khan
kerim khan scam
anubrata monda
anubrata mondal aide kerim khan
nanoor land scam
tmc land scam
tmc grab land at nanoor
tmc forcefully land acquition
nanoor milon mela