নিশীথকে নিয়ে দিনহাটায় সুকান্ত, ভয় পাচ্ছে তৃণমূল?
আতঙ্কের কান্না। বিজেপি সভাপতিকে (Sukanta Majumdar) কাছে পেয়ে উদ্বেগের কথা জানালেন দিনহাটার বিজেপি সমর্থকরা। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার পর এদিনই দিনহাটা (Dinhata) ছুটে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। গতকালই অবশ্য তিনি তৃণমূলের উদ্দেশে ছুঁড়ে দিয়েছিলেন হুঁশিয়ারি। উদয়নদের দিকে হুঁশিয়ারি ছুঁড়ে দেওয়ার পরই আজ কোচবিহার যান সুকান্ত। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে (MoS Nisith Pramanik) নিয়ে পৌঁছে যান আক্রান্তদের বাড়ি। শোনেন তাঁদের উদ্বেগের কথা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মানুষের জনসমর্থন হারিয়ে ফেলেছে তৃণমূল। তাই সন্ত্রাসের রাজনীতি করছে তারা। শুধরে না নিলে বিপদ বাড়বে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
পুরো পরিস্থিতির জন্য শাসকের পাশাপাশি পুলিশ প্রশাসনকেও দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, শাসকের দলদাসে পরিণত হয়েছে রাজ্য পুলিশ। কেন কেন্দ্রীয় মন্ত্রী এমন বলছেন? কারণ রাজ্যের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বরং শাসকের সঙ্গে হামলার পথ বেছে নিয়েছে। এমনই অভিযোগ বিজেপির। তবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কীভাবে হুমকি দিয়েছিলেন শুনুন।
কোনও মন্ত্রী কি এভাবে হুঁশিয়ারি দিতে পারেন? এলাকায় পরিস্থিতি হাতের বাইরে গেলে তার দায় কি তিনি নেবেন? প্রশ্ন উঠছে। কারণ বিজেপির দাবি, এই মুহূর্তে ভোট হলে দিনহাটায় ৫০ হাজার ভোটে হারবেন উদয়ন। সেই বুঝেই কি এই আগ্রাসন? দিনহাটায় কি তাহলে মাটি হারিয়ে ফেলেছে তৃণমূল? উত্তরবঙ্গে বিজেপির বাড়বাড়ন্তকে কি ভয় পাচ্ছে তারা ? তাই কি হিংসার পথ বেছে নিতে চাইছে ? প্রশ্ন উঠছে কোচবিহারে। এদিন কোচবিহার গিয়ে সোজা সাহেবগঞ্জে দলীয় কার্যালয়ে যান সুকান্ত। এই কার্যালয়ে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। হামলা চলেছিল দক্ষিণ কালামাটি এলাকাতেও। সেখানে গিয়ে আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্য সভাপতি। যোগ দেন মিছিলে। এদিন তৃণমূল থেকে বহু পরিবারই বিজেপিতে যোগ দিয়েছে।
Tags:
Sukanta Majumdar
sukanta majumdar bjp
sukanta majumdar news
nisith pramanik news
bjp mp nisith pramanik
nisith pramanik convoy attack
dinhata
dinhata clash
dinhata news
dinhata latest news
dinhata clash news
dinhata today news
dinhata clash latest news
dinhata clash today news
tmc vs bjp at dinhata
bjp vs tmc at dinhata
sukanta majumder at dinhata
sukanta majumder in dinhata
bjp state president sukanta majumder
mos nisith pramanik
nisith pramanik car attack