বিধানসভার বাইরে বিজেপির ঝালমুড়ি বিক্রি
রাজ্যের যে হাল করতে চাইছেন মুখ্যমন্ত্রী, তারই প্রতিবাদে বিজেপি। খোদ বিধানসভার সামনে চলল চা, ঘুগনি, ঝালমুড়ি বিক্রি। বস্তায় করে মুড়ি এনে ঝালমুড়ি বানিয়ে তা বিলি করলেন বিধায়করা। কিছুদিন আগেই খড়গপুরে গিয়ে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, পুজোয় হাজার টাকা যোগাড় করে ঝালমুড়ি, ঘুগনি বিক্রি করুন। কাদের এই বার্তা দেন তিনি? যাদেরকে রীতিমতো প্রশিক্ষণ দিয়েছে সরকার। উৎকর্ষ বাংলা প্রকল্পে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়েছে। তাদেরকে চাকরি দেওয়ার নামে খোদ মুখ্যমন্ত্রী যখন এই বার্তা দেন, তখন রাজ্যের ভবিষ্যৎ কোন পথে, তা পরিষ্কার হয়ে যায়। চলুন শুনি, ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কী বার্তা দিয়েছিলেন তিনি।
রাজ্য়ে চাকরি নেই। তার জায়গায় প্রকাশ্যে চলছে দুর্নীতির রমরমা কারবার। আর তার মধ্যে মুখ্যমন্ত্রীর এ হেন নিদান। চায়ের ঠেকে এরমধ্যেই ধিক্কার দিতে শুরু করেছেন বঙ্গবাসী। জেলায় জেলায় প্রতিবাদে নেমেছে বিজেপি। এবার খোদ বিধানসভার সামনে চলল এই প্রতীকী প্রতিবাদ।