BJP-র নবান্ন অভিযানে জোড়া জল-কামান
বিজেপির নবান্ন অভিযান ঠেকাতে কোন রকম কসুর করছে না পুলিশ।
কখনও ব্যারিকেড তৈরি করছে স্টেশনের সামনে।
কখনও নির্দিষ্ট ট্রেনে যাতে উঠতে না পারেন বিজেপি সমর্থকরা তাঁর জন্য প্ল্যাটফর্মের দখল নিচ্ছেন খাকি পোষাকের রাজ্য পুলিশ। সঙ্গে থাকছে সিভিক ভলেন্টিয়ার নানা ইউনিফর্মে।
এসপি থেকে আইসি, ওসি, পুলিশের কোন কর্তাই গতকাল সারাদিন ঘরে থানায় বা অফিসে ছিলেন না। রাস্তাতেও ছিলেন না। সবাই ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে। স্টেশনের দেখভালের দায়িত্ব তো আরপিএফের। যেসব স্টেশনে আরপিএফ নেই বা সংখ্যায় কম সেখানে রীতিমত প্ল্যাটফর্মের দখল নিয়ে নেন পুলিশ কর্তারা।
কখনও ভুল বোঝাচ্ছেন বিজেপির নেতা কর্মীদের। বলা হচ্ছে বিজেপির ডাকা নবান্ন অভিযান বাতিল হয়েছে। কখনো মিথ্যে বলছেন বেআইনি ঘোষণা করা হয়েছে নবান্ন অভিযান।
কখনও হুমকি দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। কখনও আটকাতে না পেরে গ্রেফতার করা হচ্ছে। গণহারে। আবার জানিয়ে দেওয়া হচ্ছে পুলিশ ভ্যানের কর্মীকে মাঝ পথে নামিয়ে দ্রুত ফিরে আসতে। কারণ আটকাতে হবে পরের দফায় আসা কর্মী বাহিনীকে।
উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার জন্য বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছিল রাজ্য বিজেপির পক্ষ থেকে। সেই ট্রেনেও উঠতে বাধা বিজেপি কর্মীদের।
অ্যাম্বিয়েন্সঃ
শুধু উত্তরবঙ্গ নয় সরকারের বাধা দেওয়ার ঘটনা দুর্গাপুরেও। পুলিশ কত্তা নিজেই বলছেন আপনি নবান্ন অভিযানে যেতে পারবেন না।
বাদ যায়নি রামপুরহাট জংশনও। বিশেষ ট্রেন স্টেশনে এসে দাঁড়ালেও কর্মীদের অনেককেই আটকে দেওয়া হল স্টেশনের বাইরেই। তাই নিয়ে বচসাও হল পুলিশের সঙ্গে। পুলিশের বক্তব্য আপনারা নবান্ন অভিযানে যেতে পারবেন না। কেন? সে প্রশ্নের কোন উত্তর নেই।
আর যারা এত বাধা ঠেলে পৌছাতে পারল হাওড়ায় কলকাতায়। তাঁদেরও সকাল থেকে দফায় দফায় বাধা দেওয়া হয়েছে রাস্তায়। নামিয়ে দেওয়া হয়ে ছে গাড়ি থেকে। পাগলের মত হাওড়া কলকাতা গামী সমস্ত গাড়িতে রাজ্যের পুলিশ খুঁজছে অন্দোলনকারীদের।
যাদের পাওয়া যাচ্ছে তাঁদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে।
এত করেও শান্তি নেই। আজকের নবান্নকে দেখলে যে কেউ ভাবতেই পারেন যেন যুদ্ধ লেগেছে প্রতিবেশীর সঙ্গে। ব্যারিকেডের অপর ব্যারিকেড। দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা নবান্ন আনা হয়েছে ড্রোন। যার কিছু ইতিমধ্যেই চক্কর দিচ্ছে মাথার ওপর। ১৪তলা বাড়ির শিরদাঁড়ায় কাঁপন লেগেছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পালিয়েছেন জেলা সফরে। নবান্নে তিনি নেই। বিরোধীদের যে কোন আন্দোলনেই শহর ছেড়ে পালান রাজ্যের মুখ্যমন্ত্রী। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাক্টিস।
Tags:
bjp
Madhyom
tmc
Sukanta Majumdar
bangla news
Bengali news
Nabanna
suvendu adhikary
nabanna abhiyan
nabanna chalo
bjp rally at nabanna
nabanna chalo rally
nabanna chalo abhiyan
nabanna abhijan
nabanna avijan
nabanna aviyaan
BJP Nabanna Abhijan
bjp nabanna abhiyan
nabanna abhiyan latest news
nabanna abhijan today
nabanna abhiyaan
bjp nabanna abhijan news
nabanna abhiyan bjp
nabanna abhijaan
nabanna march
nabanna abhiyan 2022
nabanna abhiyan news
nabanna closed
bjp nabanna abhiyan 2022
nabanna abhiyan 2022 news