মমতার মুখে বিজেপি, আন্দোলনের আঁচে ভয়?
জানান দিয়ে দিল বিজেপি। বিজেপি কর্মীরা পথে নামলে যে ভাতঘুম ছুটে যায় নবান্নের, তা টের পাওয়া গেল মঙ্গলবার। নবান্ন অভিযানকে ঘিরে জাতীয় সড়ক খুঁড়ে প্রাচীর তৈরি করতে হল পুলিশকে। নবান্নের কয়েক কিলোমিটার দূরে আটকে দেওয়া হল বিজেপি কর্মী সমর্থকদের।
হাওড়ার দিক থেকে নবান্ন যাওয়ার মুখে সাঁতরাগাছিতেই প্রাচীর তোলে প্রশাসন। বিজেপি সমর্থকদের আটকাতে আক্রমণাত্মক হয়ে ওঠে পুলিশ। চলে জলকামান। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল।
সাঁতরাগাছিতে যখন এই অবস্থা, তখন প্রতিবাদের ঢেউ হাওড়া স্টেশন চত্বরে। হাজার হাজার বিজেপি সমর্থকের ভিড় তখন হাওড়া ময়দান চত্বর থেকে হাওড়া ব্রিজ চত্বরে। অবস্থা দেখে ভয় পেয়ে যায় পুলিশ। তারা চালাতে শুরু করে জলকামান। ছোঁড়ে কাঁদানে গ্যাসের শেল। শান্তিপূর্ণ মিছিলের ওপর এরপর চলে লাঠিচার্জ। আহত হন বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত সহ আরও অনেকে।
হাওড়া ব্রিজ পেরিয়ে উত্তেজনা তখন ছড়িয়ে পড়েছে এমজি রোডে। বেশ কিছু জায়গায় বিজেপির মিছিল লক্ষ্য করে বাড়ির ছাদ থেকে হামলা হয় বলেও অভিযোগ ওঠে। আগুন ধরানোর ঘটনা ঘটে পুলিশের জিপে। গেরুয়া বাহিনীর অভিযোগ, বিজেপির ঘাড়ে দোষ চাপাতে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূলই। অভিযান শুরুর মুহূর্তেই গতিরোধ করা হয় শুভেন্দু অধিকারীর। পিটিএসের সামনে তাঁদেরকে আটকে দেয় পুলিশ। পরে গ্রেফতার হন শুভেন্দু, লকেট সহ বিজেপি নেতা কর্মীরা।
তিন দিক দিয়ে যখন নবান্ন অভিযানে বিজেপি, তখনই তাদের আর একটি দল লালবাজার অভিমুখে। বিজেপির রাজ্য সদর দফতর থেকে এই মিছিলটি বের হয়। পৌঁছে যায় কলকাতা পুলিশের সদর দফতরের কাছে। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। লালবাজারের কাছে গেলে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
নবান্ন অভিযান সফল করতে কর্মী সমর্থকরা সকাল থেকেই যেভাবে পথে নেমেছেন, তা শাসককে নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের লাঠির ঘায়ে আহতদের প্রতি সহমর্মিতা জানানোর সঙ্গেই মমতা সরকারকে সরাতে এই লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষের পর রাজ্য সভাপতি হওয়ার পর এটাই বড় চ্যালেঞ্জ ছিল সুকান্ত মজুমদারের কাছে। এদিনের অভিযান নবান্নের ভিত যে কাঁপিয়ে দিয়েছে তা বিভিন্ন প্রান্তের ছবি থেকেই স্পষ্ট। খোদ মুখ্যমন্ত্রীও নবান্ন থেকে বহু দূরে গিয়ে সর্বদা খোঁজ নিয়েছেন এই অভিযানের। তাঁর মুখে বারবার উঠে এসেছে বিজেপির কথা। পদ্ম ঝড়ের আঁচ পেয়েই কি তিনি এখন থেকে মনে মনে রামনাম জপ করতে শুরু করেছেন? rally
BJP Nabanna Avijan 2022: মমতার মুখে বিজেপি, আন্দোলনের আঁচে ভয়?
BJP's Nabanna avijan shakes Mamata government
BJP Nabanna Avijan 2022, BJP Nabanna Avijan,
bjp, bjp rally, wb bjp rally, suvendu adhikari arrest, BJP's Nabanna Chalo march, Nabanna Chalo avijan, bjp leaders arrested, cm mamata, kolkata police, suvendu arrest at pts, locket chaterjee arrest, rahul sinha arrest, nabanno aviyaan, bjp nabanno avijan, madhyom, bangla news, ranokhetra santragachhi, santragachhi tensed, water cannons, tear gas at Santragachhi, police lathicharge,
Tags:
CM Mamata
Madhyom
BJP Rally
bangla news
kolkata police
wb bjp rally
suvendu adhikari arrest
BJP's Nabanna Chalo march
bjp leaders arrested
suvendu arrest at pts
locket chaterjee arrest
rahul sinha arrest
nabanno aviyaan
bjp nabanno avijan
ranokhetra santragachhi
santragachhi tensed
water cannons
tear gas at Santragachhi
police lathicharge
bjp
Nabanna Chalo avijan
BJP Nabanna Avijan 2022
BJP Nabanna Avijan