img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mamata: দুর্নীতিতে তলিয়ে যাওয়ার আগে মমতার মুখে কেন মোদি স্তুতি?

বিধানসভায় কেন মোদি স্তুতি মমতার?

  2022-09-21 14:03:23

দুর্নীতির সাগরে তলিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে ধরে ভেসে থাকতে চাইছেন মমতা ? তাই কি শেষ চেষ্টা হিসেবে বিধানসভায় বিবৃতি! মোদি ভাল, বাকিরা খারাপ, এমন মন্তব্য তুলে ধরতে চাইলেন তিনি?মুখ্যমন্ত্রীর এ হেন ভূমিকা প্রশ্ন তুলে দিয়েছে হাজারও। বিজেপি নেতা অমিত মালব্য় টুইট করে বলেছেন, মমতার পুরো সরকার, শীর্ষ মন্ত্রীরা, দলীয় নেতারা, এমনকি মুখ্যমন্ত্রীর পরিবারের অনেকেই কেন্দ্রীয় তদন্ত সংস্থার রাডারে আছে। আদালতের নির্দেশেই চলছে তদন্ত। এই লুটের দায় নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

শাসক যখন ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করছে, তখন এই লুটের দিকে বরং একটু নজর দেওয়া যাক। 
রাডারে প্রথমেই উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তিন মাস আগেও মমতা মন্ত্রিসভায় যিনি ছিলেন দু নম্বরে। আপাতত বাজেয়াপ্ত পার্থর ১০৩ কোটি টাকা। এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থর সঙ্গেই চার্জশিটে নাম দেওয়া হয়েছে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলছেন ইডি-সিবিআই অতিসক্রিয়। কিন্তু এই সক্রিয়তা না দেখালে কোটি কোটি টাকার এই কেলেঙ্কারি কি ফাঁস হত?
 
মন্ত্রীর পর এবার নজর দেওয়া যাক জেলা সভাপতির দিকে। গরু পাচার কাণ্ডে এখন জেল খাটছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তদন্তে ফাঁস হয়েছে দুর্নীতি চক্র। অনুচরদরে নিয়ে কীভাবে কোটি কোটি টাকার বেআইনি কারবার ফেঁদে বসেছিলেন অনুব্রত, তা উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তে। এই তদন্ত চালিয়ে কি ভুল করছে কেন্দ্রীয় সংস্থা? রাজ্যবাসী কিন্তু অন্যকথা বলছে। 

অনুব্রতর পর অভিষেক। মমতার পর এখন তিনিই সরকার চালান। বিরোধীদের অভিযোগ মমতা জমানায় তাঁর আঙুল ফুলে কলাগাছ অবস্থা। তাঁর নাম জড়িয়ে আছে কয়লা পাচার কাণ্ডে। শুধু তিনি নন, গোয়েন্দা রাডারে তাঁর স্ত্রী, আর শালিকাও। প্রশ্ন উঠেছে রুজিরার বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। 

মমতা পরিবারে শুধু অভিষেক নন, তাঁর পরিবারের অনেকেরই লাগামছাড়া সম্পত্তি বৃদ্ধি নিয়ে আদালতে মামলা হয়েছে। 

প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় তদন্তে একের পর এক এইসব দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই কি ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছেন মুখ্যমন্ত্রী? বিধানসভায় দাঁড়িয়ে বলতে চাইছেন, মোদি ভাল, অমিত শাহ খারাপ? এব্যাপারে জানতে চাইলে মমতার দিকেই মাইক্রোফোন ঘুরিয়ে দেওয়ার ভান করলেন সৌগত রায়। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, এভাবে পার পাবেন না তৃণমূল সুপ্রিমো। 

বিজেপির মতে, তৃণমূল এখন নির্লজ্জ চোর। চুরিও করবে, আবার নিন্দা প্রস্তাবও আনবে। এ যেন অনেকটা সেই প্রবাদের মতো, চোরের মায়ের বড় গলা। অন্যের দিকে আঙুল তোলার আগে, মুখ্যমন্ত্রী যদি নিজের দিকে একটু আঙুল তুলতেন, তাহলে রাজ্যের হাল আজ এই অবস্থায় যেত না বলে মনে করছেন অনেকে।

Tags:

cbi

Mamata Banerjee

CBI probe

Suvendu Adhikari

CM Mamata Banerjee

Modi

Amit Malviya

Amit Shah

ED

ED probe

mamata banerjee news

Bengal scam

west bengal chief minister mamata banerjee

mamata banerjee latest

amit shah slams mamata banerjee

mamata slams bjp

mamata slams tmc

amit shah slams mamata govt

amit shah vs mamata banerjee

mamata modi

mamata banerjee audio clip

mamata bjp

amit shah on mamata

mamata vs amit shah

mamata praise modi


আরও খবর


ছবিতে খবর