রাজ্যে সরকার নয়, দ্বিচারিতা চলছে" সুকান্ত
এক সরকার। দুই মুখ। দুই সম্প্রদায়ের জন্য একই রাজ্য সরকারের দু'রকম ভূমিকা। পয়গম্বর নিয়ে নুপুর শর্মার মন্তব্যের জেরে রাজ্যে আগুন জ্বালায় দুস্কৃতিরা। তখন সরকার পুলিশ চুপ। আর সাংসদ মহুয়া মৈত্রের স্মোকিং কালী মন্তব্যে এফআইআর নিতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় অভিযোগকারীদের। পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন সরকার নয়, দ্বিচারিতা চলছে।
ক্যানিং-এ ঘটনা দুই তৃণমূল গোষ্ঠীর লড়াই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন বিজেপি সভাপতি। এটা রাজ্যের আইনশৃংখলার সমস্যা।
মেদিনীপুরে যুবমোর্চার এক রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন রাজ্যে যখন রক্তপাতের রাজনীতি চলছে তখন বিজেপির যুবমোর্চা রক্তদানের কর্মসূচি নিচ্ছেন।
"এক সরকার, দুই মুখ। রাজ্যে সরকার নয়, দ্বিচারিতা চলছে" সুকান্ত