অবহেলা, না অযোগ্যতা ?
ছাপ্পার কারবার বিধানসভাতেও। গতকালই এই অভিযোগ এনেছিল বিজেপি। তাদের সাফ কথা, সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল নিয়ে ভোটাভুটিতে বিজেপির পক্ষে কীভাবে ৪০ টি ভোট দেখানো হয়? যেখানে বিজেপি বিধায়কই উপস্থিত ৫৭ জন? বিরোধীদের অভিযোগে টনক নড়ে স্পিকারের। পরে স্পিকার জানান, নথিভুক্তকরণের সময় দেখা যাচ্ছে ১৬৭/৫৫ ভোটে পাশ হয়েছে বিল। অর্থাৎ, বিজেপির দুটি ভোট বাতিল হয়েছে। কিন্তু আগে তা কীভাবে ৪০ বলে দেখানো হল? ভুল নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার। তবে ঢাকতে পারছেন না অস্বস্তি। সোমবারের পর মঙ্গলবারও বিষয়টি বিধানসভায় ওঠে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি বলেন , কাল খুব কষ্ট পেয়েছি। এটা খুব দুর্ভাগ্য জনক। অনেকে বলেছেন যে এটা ষড়যন্ত্র। আমি বিশ্বাস করিনি। লোকসভা বা বিধানসভায় ভোট হয়। কিন্তু এমন হয় না। অবহেলা। স্পিকার স্যার আপনি শ্রেষ্ঠ। আপনি আমাদের নেতা। স্পিকার তখন বলেন, কাউন্টিংয়ে ভুল হয়েছিল। সিনিয়র একজন করেছিলেন। আমি সবটা বলেছি সকালে। আমি আশা করব আমরা সবাই বিধানসভায় সদস্য। মর্যাদা রক্ষা করব। বিধানসভার ওপর আস্থা রাখুন। লোকসভায় সাবজেক্ট টু কারেকশন নামে একটা ডিসপ্লে বোর্ড থাকে। আমাদের এক কর্মচারী ভুল করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দিই। বিধানসভার ঘটনায় স্পিকার যে পুরোপুরি বিপাকে পড়ে গিয়েছিলেন, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট। তবে বিজেপির অভিযোগ, সরকার যে সব বিষয়েই গয়ংগচ্ছ মনোভাব নিয়ে হাঁটছে, বিধানসভার ভিতরের ঘটনাতেই তা স্পষ্ট।