img

Follow us on

Sunday, Jan 19, 2025

BJP: ২মে কেন অভিশপ্ত দিন?কেন বাবুঘাটে বিজেপির তর্পণ?

শহিদ-স্মৃতিতে বিজেপির তর্পণ

  2023-05-03 19:29:12

২ বছরের মাথায় ফিরল সেই কালো দিন। ২০২১ সালে বাংলায় বিধানসভা ভোটের ফল বেরোনোর পরপরই খুন হন ৫৬ জন বিজেপি কর্মী। ২ বছরের মাথায় ফের শাসকের সেই পাশবিক সন্ত্রাস। স্ত্রী ও ছেলের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হল বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার অভিযোগ, পুলিশের সামনে থেকে বুথ সভাপতিকে অপহরণ করে খুন করেছে তৃণমূল। শাসকের অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধে সামিল হয় বিজেপি। বুধবার পালিত হয় ১২ ঘণ্টার ময়না বনধ। বনধ ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়।

এমন একটা দিনে ময়নার নেতাকে খুন হতে হল, যেদিন নির্বাচন পরবর্তী হিংসায় শহিদ বিজেপি কার্যকর্তাদের স্মরণ করছে বিজেপি। এদিনই সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে। তবে এই বার্তা দেওয়ার দিনই তাঁকে ছুটতে হয় ময়নায়। বুথ সভাপতির নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, আইনি পথেই এই সন্ত্রাসের তাঁরা মোকাবিলা করবেন।

আসলে এই ২রা মে বাংলার কাছে এক অভিশপ্ত দিন। ২০২১ সালে এদিন তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। কিন্তু সেদিন থেকে টানা কয়েকদিন জুড়ে তারা রাজ্য জুড়ে প্রতিহিংসার আগুন জ্বালায়। ভোটের আগে যে খেলা হওয়ার স্লোগান দেন মুখ্যমন্ত্রী, সেই খেলাই যেন শুরু করে দেয় তৃণমূলের গুণ্ডাবাহিনী। ধর্মতলায় ২রা মে তাই শহিদ তর্পণ যাত্রা পালন করে বিজেপি।

২০২১ এর বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান তুলে ময়দানে নেমেছিলেন তৃণমূল নেত্রী। প্রচারে প্রচারে যেভাবে ডিজে সহযোগে বাজার গরম হচ্ছিল, তাতে ভোটের আগেই উত্তেজনার ইঙ্গিত মিলেছিল। ভোটের ফল বেরোতেই দেখা যায়, সেই আশঙ্কাই সত্যি। বিষ্ময়কর ভাবে হাত গুটিয়ে বসে থাকে মমতা প্রশাসন। মুখ্যমন্ত্রী অজুহাত দেন, নির্বাচন কমিশনের অধীনে আছে রাজ্য। বোঝা যায়, এই হিংসায় কাদের মদত। আর তাই গত বছরের পর এবারও শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানায় রাজ্য বিজেপি। বাবুঘাটে চলে তর্পণ। পড়ন্ত সূর্যের আলোকে সাক্ষ্মী রেখে হিংসার অবসানের ডাক দেন রাজ্য বিজেপি নেতৃত্ব। শপথ নেন লড়াই চালিয়ে যাওয়ার। 

Tags:

bjp

West Bengal news

Madhyom

Suvendu Adhikari

BJP West Bengal

Dilip Ghosh

West Bengal

post poll violence

Bengal post poll violence

Sukanta Majumdar

BJP in West Bengal

bangla news

Bengali news

West Bengal Post poll violence

west Bengal violence

bengal poll violence

bengal violence

post poll violence news

cursed day

2 may cursed day

bengal bjp cursed day

bengal bjp 2 may

bjp tarpan

bjp babughat

bjp babughat tarpan