img

Follow us on

Friday, Nov 22, 2024

Bolpur Delimitation: গ্রাম কার? পঞ্চায়েত নাকি পুরসভার? নাকি ভাগের মা? বিতর্কে থমকে কাজ!

বোলপুরে ডিলিমিটেশনের ফাঁদে সাড়ে তিনশ' গ্রামবাসী, থমকে কাজ, চলছে বিতর্ক

  2022-07-13 10:04:58

কাগজে কলমে প্রোমোশন বলাই যায়। পঞ্চায়েত থেকে পুরসভা হলে উন্নয়নও তেমন হওয়ার কথা। সেই আশাতেই ছিলেন সোনাঝুরি জঙ্গলের বনেরপুকুর ডাঙ্গার বাসিন্দারা। ভোটবাবুদের প্রতিশ্রুতি শুনে ভোটও দিয়েছিলেন। কিন্তু এখন মাথায় হাত।কথায় বলে, "না ঘর-কা, না ঘাট-কা"। সেই দশা শান্তিনিকেতন থানার সোনাঝুরি জঙ্গলে আদিবাসী অধ্যুষিত বনেরপুকুর ডাঙা গ্রামের সাড়ে তিনশ' আদিবাসি পরিবারের।

জেতার পর বদলে গেছে রূপ। ভাগিয়ে দিচ্ছে রূপপুর পঞ্চায়েত। জানিয়েছে, আবাস যোজনার বকেয়া টাকা আর দেওয়া যাবে না। বোলপুর পুরসভাও ফেরাচ্ছে গ্রামবাসীদের। তাঁদের বক্তব্য,পঞ্চায়েতের প্রকল্পে পৌরসভা বরাদ্দ করবে না । 

এ এক বিচিত্র দশা। একেই বুঝি বলে, উন্নয়নের মার। সদ্য পুরসভার অংশ হওয়ায় পরিকল্পনা এখনও তৈরি নয়। ফলে পুর পরিষেবা থেকে কার্যত বঞ্চিত বনেরপুকুর ডাঙা গ্রামটি। গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাঁদের বক্তব্য, তারা  নাকি বুঝতেই পারছেন না, গ্রামটি আসলে কাদের? পঞ্চায়েতের নাকি পুরসভার? নাকি ভাগের মা?

পৌর এলাকার বাসিন্দা হয়েও নেই পর্যাপ্ত আলোর পোস্ট। নেই জলের লাইন। নেই নিকাশির সুব্যবস্থা। ফলে বনেরপুকুর ডাঙার বাসিন্দারা বেবাক বোকা! গ্রামের মানুষ বলছেন, ভোটে জিততে পঞ্চায়েত কেটে পুরসভায় গ্রাম জুড়েছেন বাবুরা। আমাদের যুক্তি জানতেও চায়নি। আর এখন কাজের কথা বলতে গেলে খেদায়ে দিচ্ছে। কাজ বকেয়া রেখেছে পঞ্চায়েত। তাও আমাদের গ্রামের মানুষকে জিগ্যেস নয়। এখন বলছে বকেয়া কাজের টাকা মিলবে না।  
এ যেন স্টার মার্কস পেয়েও ফেল!

রাম সরেন, পাকু হাঁসদা, সোম মুর্মু, পানু মুর্মুরা বলছেন, এর থেকে ঢের ভাল ছিল, সোনাঝুরি জঙ্গলের ভিতর বনেরপুকুর ডাঙায় বাস করা। পুরানো দিনের মত। যখন নাগরিক ছিল, পরিষেবা ভোট এসব কিচ্ছু ছিল না,


Abas Yojona Scheme, Gitanjali House Scheme, Ruppur GP, Bolpur Munisipality, Adibasi, 

Tags:

Madhyom

bangla news

Bengali news

delimitation

Bolpur

bangla news live

bengali news live

Abas Yojona Scheme

Gitanjali House Scheme

Ruppur GP

Adibasi

Ongoing debate

stuck development

arrears housing scheme

Adibasi Villagers

Sonajhuri forest

Santiniketan

Rooppur GP

Bolpur Municipality


আরও খবর


ছবিতে খবর