বাংলা জুড়ে বোমা, ঘুমোচ্ছেন মুখ্যমন্ত্রী?
পঞ্চায়েত ভোটের আগে বাংলা জুড়ে বোমা। আর বল ভেবে খেলতে গিয়ে তার শিকার নিরীহ কিশোররা। একের পর এক এই ঘটনা ঘটছে। এবার সেই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের ডালখোলায়। গ্রাম বাংলার প্রকৃতির সব রূপ যেখানে হাজির, সেখানে এই বিষাক্ত বোমা বাঁশ ঝাড়ে লুকনো থাকবে, তা কি কেউ কল্পনা করতে পারে? একদিকে মন্দির, একদিকে আম বাগান, পাশে বাঁশ ঝাড়। ছোট ছোট ছেলেদের খেলার আদর্শ জায়গা। কিন্তু সেই পরিবেশই চুরি হতে বসেছে বর্তমান সময়ে। দুষ্কৃতীরা লুকিয়ে রাখছে বোমা। যখনই ডাক পড়বে, তখনই কাজে লাগানো হবে সেই বোমা। তাই এই কৌশল। কিন্তু এই দুষ্কর্মের বলি হচ্ছে রাজ্যবাসী। যেমন ঘটল ডালখোলায়। কঞ্চি কুড়িয়ে খেলতে গিয়ে চোখে পড়ে বলের মতো একটা জিনিস। পকেটে পুড়তেই বিস্ফোরণ। যা দেখে হায় হায় করছে গোটা এলাকাবাসী। তাঁরা প্রশ্ন তুলছেন, বারবার এই ঘটনা কেন? মুখ্যমন্ত্রী কি ঘুমোচ্ছেন?
ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রাজ্যে আইনশৃঙ্খলার টানা অবনতিই এই পরিস্থিতি ডেকে আনছে বলে টুইট করেছেন সুকান্ত। তাঁর মতে, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, বাংলা ততই বোমা ফ্যাক্টরিতে পরিণত হচ্ছে। একই ভাষায় রাজ্য সরকারের সমালোচনায় সোচ্চার হয়েছেন অধীর চৌধুরী।
পরিস্থিতি যে ক্রমশ অসহনীয় হয়ে উঠছে, তা দেখছে গোটা রাজ্যবাসী। কখনও ডালখোলা, কখনও মালদা, কখনও ভাটপাড়া। বারবার এই ঘটনা ঘটছে। সব জেনেও নির্বিকার পুলিশ। ঘটনা যখন ঘটে, তখন তৎপরতা দেখানোর চেষ্টা হয়। কিন্তু তারপর যে কে সেই। রাজ্য ক্রমশ দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। আর সব জেনেও বাইট দিয়েই ক্ষান্ত থাকছেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার দায় কে নেবে? মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন ছু়ড়ে দিচ্ছে গোটা বাংলাই।
Tags:
Mamata Banerjee
Madhyom
bomb blast
Sukanta Majumdar
bangla news
Bengali news
bhatpara bomb blast
west bengal bomb blast
dalkhola bomb blast
dalkhola
dalkhola news
dalkhola news today
north dinajpur news
lawlessness in bengal
bangla bomb factory
bomb blst before panchayet vote
teenagers play bomb as ball
bengal lawlessness
adhir chowdhury dalkhola