img

Follow us on

Saturday, Jan 18, 2025

Cycle Rally: বিএসএফের সাইকেল Rally-তে কীসের বার্তা?

বিএসএফের সাইকেল rally

  2022-12-08 19:31:23

ওঁরা বেরিয়ে পড়েছেন পথে। যুব সমাজকে উদ্বুদ্ধ করতে। ড্রাগ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গ্রামে গ্রামে ঘুরছেন তাঁরা। সাইকেল চালিয়েই বার্তা দিচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেওয়ার। ১৯ জন বিএসএফ জওয়ান ত্রিপুরা থেকে শুরু করেছেন এই সাইকেল rally। প্রায় আড়াই হাজার কিলোমিটার যাত্রা করবেন তাঁরা। এই যাত্রায় তাঁরা কভার করছেন সীমান্ত লাগোয়া সবকটি গ্রামই। ক্যাম্প করছেন বিভিন্ন জায়গায়। কথা বলছেন তরুণ প্রজন্মের সঙ্গে। সীমান্ত রক্ষী বাহিনী সম্পর্কে বিভিন্ন রকম সচেতনতা মূলক প্রচার চালাচ্ছেন তাঁরা। এই ঘুরতে ঘুরতেই জওয়ানরা পৌঁছন নদিয়ার মলুয়াপাড়া বিএসএফ ক্যাম্পে। সেখানে তাঁদের স্বাগত জানান ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের ডিআইজি সঞ্জয় কুমার। 
 
আগরতলা থেকে যাত্রা করে এই র্যালি শেষ হবে কলকাতায়। প্রতিদিন কোথাও রাত্রিবাস। তারপর সকাল হতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফের শুরু যাত্রা। যুবকদের মধ্যে দেশাত্মবোধ আর সেনা বাহিনীতে যোগদানের বার্তা দিতেই চলছে কর্মসূচি। জওয়ানদের দেখে খুশি ছোট ছোট ছেলে মেয়েরাও। সংবর্ধনা দেওয়ার জন্য তারাও ভিড় করেছে। জাতীয় পতাকা উড়িয়ে  তারা দেখছে, এগিয়ে চলেছেন দেশের রক্ষীরা। ভারত মাতার জয়ধ্বনি দিয়েই ডাক দিচ্ছেন সুস্থ সমাজ গড়ার। যাতে সামিল হওয়ার অঙ্গীকার করছে সীমান্ত লাগোয়া গ্রাম বাংলাও। 
 

Tags:

 

BSF

cycle rally

cycle rally by bsf

bsf cycle rally

bsf rally 2022

cycle rally of bsf

bsf cycle rally 2022

bsf cycle rally for 2500 kilometres

bsf cycle rally from kolkata to agartala

mega cycle rally

cycle rally 2022

cycle rally from agartala to kolkata


আরও খবর


ছবিতে খবর