img

Follow us on

Saturday, Jan 18, 2025

Vidyasagar University: উদ্বোধনের আগেই ফাটল! হেলে পড়ল বিশ্ববিদ্যালয় ভবন

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পণ্ডিত রবিশঙ্কর ভবন

  2022-06-17 16:42:48

উদ্বোধনের আগেই ফাটল! হেলে পড়ল বিশ্ববিদ্যালয় ভবনের একাংশ ! হ্যাঁ, ঠিক এমন ঘটনাই ঘটেছে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 'পণ্ডিত রবিশঙ্কর ভবন'এ। আর তাই ফের প্রশ্নের মুখে পূর্ত দফতরের ভূমিকা। 

ভবনটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। আনুষ্ঠানিকভাবে এখনও উদ্বোধন হয়নি ভবনটির।    তবে তারই আগে বিল্ডিং জুড়ে তৈরি হয়েছে বড় বড় ফাটল। বিল্ডিংয়ের একাংশ হেলে গিয়েছে বলেও দাবি করছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে পূর্ত দফতরের ভূমিকা নিয়েই।

২০১৪ সালে উচ্চশিক্ষা দফতর ভবনটি তৈরির জন্য বরাদ্দ করে প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ টাকা। ২০১৭ ফলে টেন্ডার করে ভবনটি তৈরির কাজ শুরু করে পূর্ত দফতরের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ২০১৯ সালে পূর্ত দফতরের তরফে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয় ভবনটি। এখানে আর্ট অ্যান্ড  মিউজিক বিভাগের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি ভবনটির। তবে এরই মধ্যে  দেখা গিয়েছে বড় বড় ফাটল। ভবনের বাইরের অংশে যেমন ফাটল দেখা দিয়েছে ,তেমনই চিড় ধরেছে ভেতরের দেওয়ালেও। ভবনটি এই মুহূর্তে ব্যবহার করা যথেষ্ট বিপজ্জনক বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে পূর্ত দফতরের কাছে লিখিতভাবে জানানো হয়েছে গোটা বিষয়টি। পূর্ত দফতরের আধিকারিকরা বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দাবি, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। 

গত মাসেই জেলা সফরে এসে পূর্ত দফতরের বিভিন্ন কাজ নিয়ে একরাশ অসন্তোষ প্রকাশ করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 এবার একই সুর বিশ্ববিদ্যালয়ের গলাতেও। বারবার কেন পূর্ত দফতরের কাজ প্রশ্নের মুখে পড়ছে! প্রশ্ন এড়িয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। সবমিলিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালের পণ্ডিত রবিশঙ্কর ভবনটি কতদিনে ব্যবহারযোগ্য হয়ে ওঠে সেটাই এখন দেখার।

Building Crack Before Inauguration in Vidyasagar University

Vidyasagar University, Pandit Ravishankar Vaban, Crack on Wall, Crack before Inauguration, West Midnapur

Tags:

west midnapur

Vidyasagar University

Pandit Ravishankar Vaban

Crack on Wall

Crack before Inauguration

PWD Works

PWD west midnapur


আরও খবর


ছবিতে খবর