পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলের ঝগড়া নামল রাস্তায়
কি হল বিধায়কের? এত ক্ষেপে গেলেন কেন বর্ধমান-উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নিশীথ মালিক?
পঞ্চায়েত ভোটের আগে, বর্ধমান জুড়ে প্রশ্ন, তৃণমূল বিধায়কের গুস্যা কিউ আতা হ্যায়?
অনুষ্ঠান ছিল কম্বল বিতরণের। সেই খয়রাতির রাজনীতির। তৃণমূল কংগ্রেসের। যে কাজগুলো পাড়ার ক্লাব করত একসময়। সেই কাজটাকে এখন বিধায়ক তার কাজ বলে তুলে ঘাড়ে তুলে নিয়েছেন। সেই কম্বল বিতরণের অনুষ্ঠানে বিস্ফোরক বিধায়ক নিশীথ মালিক। দলের মধ্যে তার বিরোধীদের পঞ্চায়েত নির্বাচনের পর কুকুরের দশা হবে বলে উল্লেখ করেন। প্রকাশ্য সভায় হুমকি দেন বিধায়ক, পঞ্চায়েত নির্বাচনের পর দেখে নেওয়া হবে
প্রশ্ন হল কাদের গালি দিচ্ছেন বিধায়ক? বিরোধীদের? উত্তর না। বিজেপিকে? উত্তর না। তাহলে কার উদ্দেশ্যে এমন রাগ তৃণমূলের মাননীয় বিধায়কের? উত্তর হল, তাঁর এই গালি, রাগ বর্ষণ, সমালোচনা এবং হুমকি সবটাই নিজের দলের কয়েকজন নেতার উদ্দেশ্যে। কারা সেই নেতা? মঞ্চে নাম করেননি বিধায়ক, তবে পালটা জবাব দিয়েছেন বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান,।
আসলে কার হাতে থাকবে ক্ষমতার রাশ। তোলাবাজির মাস্তুল। সেটাই লক্ষ্য। সেই কারণেই দুই পক্ষই খড়্গ অস্ত্র দুজনের ওপর। বর্ধমানের মানুষ বলছেন,পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে ততই এই ক্ষমতার লড়াই বাড়বে। তৃণমূলের ভিতরে। বাড়বে লুঠের পরিমাণও।
বিধায়ক বনাম জেলা কর্মাধ্যক্ষ বিবাদে এখন মজা দেখছে বর্ধমান।
Tags:
Madhyom
election
bangla news
Bengali news
TMC INNER CLASH
East Burdwan
West Burdwan
TMC Inner FIght
Inner Clash
Burdwan
Panchayat Election
West Bengal panchayat election
bengal panchayat election
gram panchayat election
panchayat elections
tmc inner clash today
tmc bjp clash and tmc inner clash in burdwan
clash in burdwan
tmc clashes burdwan
burdwan medical college
ndin panchayat tmc inner clash
tmc party office attacked in burdwan
panchayat election 2023
gram panchayat elections
west bengal panchayat election 2023
west bengal panchayat elections
west bengal gram panchayat election 2023
fights
fight
tmc fight
tmc's fight