স্বয়ম্ভর গোষ্ঠীতে TMC-র দুর্নীতি, বিক্ষোভের মুখে বিডিও
এবার চুরি স্বয়ম্ভর গোষ্ঠীতে।
কিছুদিন আগে গাছ লাগানোর নামে বেপরোয়া দুর্নীতির কপি করেছিল মাধ্যম। এবার গাছ কেটে নেওয়ার খবর।
দুর্নীতির যতরকমের রকমফের আছে। সবই অনুশীলন করেছেন তৃণমূলের নেতারা। নেতারা যখন দুহাতে লুঠছেন জনগণের ট্যাক্সের টাকা আর সরকারি সম্পত্তি। ঠিক তখন, বিডিও-রাই বা কেন পিছিয়ে থাকবেন? বর্ধমানের জামালপুরে ঠিক সেই কাজটাই হচ্ছে। ঠিক কি হচ্ছে? বিক্ষোভরত স্বয়ম্ভর গোষ্ঠীর কথা শুনেই বুঝতে পারবেন। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে ঘোরা বিডিওকে ঘেরাও করে সেই কথাই বললেন স্বয়ম্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা।
বর্ধমানের নতুন গ্রাম কাঠুরিয়া পাড়ার ঘটনা। সকালে থেকেই এখানে অপেক্ষা করছিলেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। কেন্দ্রীয় প্রতিনিধিদল আসতেই ঘিরে ধরেন তাঁরা। উগড়ে দেন অভিযোগ।
কোনক্রমে সেখান থেকে কার্যত পালিয়ে যান অভিযুক্ত বিডিও। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বেইজ্জত হওয়া থেকে বাঁচেন। কি কি অভিযোগ জানিয়েছেন স্বয়ম্ভর গোষ্ঠী? শুনুন
অর্থাৎ সমবায়ের দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিগ্রস্থ। আগের নেত্রীও চোর ছিলেন পরের জন দ্বিগুণ চোর। আর তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন জামালপুরের বিডিও।
যদিও বিডিও সবটাই নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলেছেন। জানিয়েছেন ব্লকের সঙ্গে দাবি দাওয়ার কোন সম্পর্ক নেই। কিছুটা জেলা পরিষদ দেখে। আর কিছু অন্য দফতরের বিষয়। তার কোন দায় নেই।
স্বয়ম্ভর গোষ্ঠীর বিক্ষোভকারীরা প্রশ্ন করতেই পারতেন, তাহলে ব্লকের সমষ্টি উন্নয়নের দায়িত্বে যখন বিডিও নিজেই তিনি কি করে দায় এড়ান? প্রাণী সম্পদ দফতর কি আলাদা কোন বস্তু? গোষ্ঠী আর রক্ষণাবেক্ষণকারীরা কি ব্লকের বাইরে? গাছ কেনার টাকা, গাছ রক্ষণাবেক্ষণের খরচ, গাছ কেটে বিক্রি করার টাকা কি আশমান থেকে আসে? নাকি ব্লকের গরীব লোকের ট্যাক্সের টাকায় হয়? জিজ্ঞাসা করতেই পারতেন, কেন দিনের পর দিন নির্বাচন হয় না স্বয়ম্ভর গোষ্ঠীর আর সমবায়ের? কেন বছরের পর বছর ঘুরে গেলেও রিটার্নিং অফিসার মেলে না?
ব্লকের দায়িত্বে থাকা আধিকারিক, মাননীয় বিডিও কি তার দায় এড়াতে পারেন?
Tags:
Madhyom
tmc
protest
bangla news
Bengali news
Corruption
TMC Corruption
BDO Jamalpur
Burdwan
corruption in tmc
burdwan tmc
jamalpur
burdwan news
jamalpur bdo
corruption in self help group
self help group corruption
self help groups
self help groups protest
jamalpur self help group
jamalpur burdwan self help group
self help groups jamalpur
self help group protest
self help group corruption protest
bdo
self help group