কেন নেই বিদ্যুৎ? অন্ধকারে ডুবে বর্ধমানের দামপাল
কুণাল বাবুরা এই সব গ্রামে যান না। খবরও রাখেন না। কুণাল বাবুরা সেখানেই যান, যেখানে পিছনে পিছনে ক্যামেরা দৌড়ায়।
বর্ধমানে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পাটুলি পঞ্চায়েতের দামপাল গ্রামে কুণাল বাবুদের ক্যামেরা ঢোকে না। ইলেক্ট্রিকের খোঁজে। তাই বছরের পর বছর অন্ধকারেই থাকে পূর্বস্থলীর দামপাল গ্রাম।
ভৌগোলিক একটা সমস্যা আছে বটে। তা হল ভাগীরথী। যা মূল বর্ধমান জেলার সঙ্গে দামপাল গ্রামের যোগাযোগের অন্তরায়। গ্রাম লাগোয়া জেলা নদিয়া। সেখানে সব গ্রামে বিদ্যুতের আলো আছে। শুধুমাত্র বর্ধমান জেলার অংশ বলে নদিয়ার বিদ্যুৎ সংযোগ পায় না গ্রাম, দামপাল। আর গ্রাম হিসেবে বর্ধমানের অংশ বলে নদী পেরিয়ে আসে না বিদ্যুতের খুঁটি। ফলে অন্ধকারেই থাকে গ্রাম।
মাঝে কোটি টাকার সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে রাজ্য বিদ্যুৎ দফতর। তবে আশ্চর্যজনক ভাবে কয়েক মাসের মধ্যে বিকল হয়ে যায় সব। হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে। নয়তো অন্য কোন কারণে। গত দুবছর ফের গভীর অন্ধকারে ডুবে যায় গ্রাম।
এখন সন্ধ্যা হলেই জ্বলে ওঠে কুপি-হ্যারিকেন-লন্ঠন। দিন মানেই সেরে ফেলা সব কাজ। ঐ ভাবেই পড়াশোনা-রান্না-সংসার-চিকিৎসা-শুশ্রুষা। বিয়ের সম্বন্ধ আসে কিন্তু ভেঙে যায় অন্ধকারের গ্রাম বলে।
অথচ লাগোয়া গ্রাম নদিয়ার সঙ্গে যুক্ত বলে আলো জ্বলে বিদ্যুতের। ভাগীরথীর ওপারে বর্ধমানের মূল ভূখণ্ড ইলেক্ট্রিকের আলো ঝলমল করে, কিন্তু ভাগের মা দামগ্রামের বিদ্যুৎ আসে না। ইলেক্ট্রিকের আলো আসে না। অপ্রতুল অর্থ না সরকারি সদিচ্ছার অভাব। এখনও জানে না পূর্বস্থলী দু নম্বর ব্লকের পাটুলি পঞ্চায়েতের দামগ্রাম।
প্রতিদিন উন্নয়নের অন্ধকারে তলিয়ে যায়, পূর্বস্থলির দামগ্রাম। স্বাধীনতার এত বছর পরেও।
Tags:
Madhyom
tmc
Kunal ghosh
bangla news
Bengali news
Nadia
East Burdwan
electricity
Burdwan
burdwan news
no electricity
life with no electricity
no electricity in dampal
no electricity no money
no electricty no vote
dampal village in darkness
dampal village of burdwan
burdwan electricity
dampal in darkness
no electricity dampal village
village without electricity
dampal without electricity
plunged into darkness
purbasthali
village of darkness
darkness
no light