img

Follow us on

Sunday, Jan 19, 2025

Burdwan: তৃণমূলের সভায় কি করছেন কেতুগ্রামের বিডিও?

তৃণমূলের সভায় কি করছেন কেতুগ্রামের বিডিও?

  2023-03-27 20:56:13

তৃণমূলের সভায় কেতুগ্রামের বিডিও! তরজা তুঙ্গে। একাধিক প্রশ্ন বর্ধমানে।
 
-----শাসক দল না সরকারি আমলা 
কেতুগ্রামের বিডিও কি শাসক দলের সদস্য হলেন? 
সরকারি সভা মঞ্চ থেকে কি দলীয় সভা করা যায়? 

যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের ডাকে ২৯ মার্চ শহীদ মিনারের প্রস্তুতি সভা।
কেতুগ্রামে সেই সভায় হাজির কেতুগ্রামের বিডিও পূর্ণেন্দু সান্যাল। 
 
রাজনৈতিক এই সভায়, উপস্থিত কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ, বর্ধমান জেলা যুব তৃণমূলের সভাপতি রাজবিহারী হালদার। এই দুজনের পাশেই বসে রয়েছেন কেতুগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল। সভাপতির পিছনে ফ্লেক্সে বড় বড় করে লেখা শহীদ মিনারের যাওয়ার ডাক।
 
তৃণমূলের সভামঞ্চে বিডিওর উপস্থিতিতে সোরগোল জেলা জুড়ে। প্রশ্ন উঠেছে সরকারি সভা না দলীয় কর্মসূচীর প্রচার বৈঠক। প্রথমে অবশ্য বিষয়টি চাপা দিতে সরকারি অনুষ্ঠান বলে চালানোর চেষ্টা করা হয়। 
   
তখন আবার পালটা প্রশ্ন ওঠে, সরকারের হলে রাজনৈতিক সভা কি করে হল? হল ভাড়া নিয়েও যদি করা হয়, তাহলে সেই রাজনৈতিক সভায় বিডিও কি করছিলেন? বেচারা বিধায়ক যুক্তি সাজাতে গিয়ে রীতিমত শব্দ খুঁজছেন। ফের কাঁচা চিত্রনাট্য !
যদিও বিডিও মশাই দ্রুত নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই ছবি দেখিয়েই বিডিওকে ভোটের কাজ থেকে বিরত করতে পারে নির্বাচন কমিশন।
 
এবং জানালেন সরকারি সভা জেনেই গেছিলেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত ছিলেন। কিন্তু পিছনে এত বড় ফ্লেক্স কিভাবে চোখ এড়িয়ে গেল? কিভাবে এড়িয়ে গেল, তৃণমূলের যুব সভাপতি রাজবিহারী হালদারের চেহারা?
 
ঠিক যে ভাবে দলনেত্রী সরকারি প্রশাসনিক সভাগুলোকে কার্যত সার্কাসে পরিণত করেছেন। স্থানীয় তৃণমূল নেতা সাংবাদিক, রাজনৈতিক পদাধিকারীদের সঙ্গে একই সঙ্গে সরকারি আধিকারিকদের বসিয়ে সভা চালান সেই কায়দা করতে গিয়েই আপাতত বিপাকে, বিডিও। বিধায়ক তৃণমূল নেতারা তো ২৯শের শহীদ মিনারে জমায়েত করবেন। কিন্তু সেই জমায়েত কতটা রাজনৈতিক কতটা প্রশাসনিক তাঁর হিসেব করবে কে?   

কিন্তু প্রশ্নগুলোর উত্তর মিলবে না।

 

 

Tags:

 

Madhyom

tmc

bangla news

Bengali news

East Burdwan

Burdwan

purba burdwan

bdo

burdwan city

ketugram

ketugram protest

ketugram of purba bardhaman

kandra

bdo of ketugram

ketugram bdo in tmc meeting

burdwan scam

burdwan ketugram

ketugram block development officer

bdo in tmc meeting

tmc meeting in government office

attending tmc meeting

attending

attend


আরও খবর


ছবিতে খবর