এবছরের মধ্যেই বাংলায় CAA ?
অযোধ্যায় মন্দির নির্মাণের মতো সিএএকে বাস্তবায়িত করাও বিজেপির মূল লক্ষ্য। কদিন আগেই একথা বলেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে সিএএ নিয়ে দরবার করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও। এবার বিজেপি বিধায়ক অসীম সরকার জানালেন, ডিসেম্বরের মধ্যেই এরাজ্যে কার্যকর করা হবে সিএএ। পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন আশ্বাস মিলেছে বলে দাবি তাঁর। অসীম বাবু জানান, সিএএ-র ড্রাফট রুল তৈরির কাজ শুরু হয়ে গেছে। পুজোর পরেই তা বাস্তবায়িত করার পথে হাঁটবে কেন্দ্র।
১) স্বাধীনতার অমৃত মহোৎসব নিয়ে জেপি নাড্ডা বলেন, প্রতি ঘরে তেরঙ্গা বাস্তবায়িত করতে হবে। বিধায়কদের নিশ্চিত করতে হবে। মানুষকে বোঝাতে হবে। ৯ আগস্টের আগে নিজের এলাকায় টার্গেট নির্দিষ্ট করতে হবে বিধায়কদের।
২) টার্গেট পূরণ করতে গেলে পতাকা কীভাবে মিলবে,সেটা দেখুন। জেলা সভাপতির সঙ্গে আলোচনা করুন।
৩) ৯ থেকে ১১ আগস্টের মধ্যে সোশ্যাল মিডিয়া, পোস্টার, হোর্ডিং লাগিয়ে এই কর্মসূচির বাতাবরণ তৈরি করতে হবে।
৪) ১০,১১,১২ আগস্ট যুবদের সাহায্য নিয়ে বিধায়করা বাইক মিছিল করবেন জাতীয় পতাকা নিয়ে। গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে।
৫) ১১ থেকে ১৩ আগস্ট প্রত্যেক জায়গায় প্রভাতফেরি বের করতে হবে
৬) এলাকায় মনীষীদের মূর্তি পরিষ্কার করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে হবে
৭) ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে জাতীয় পতাকা ঘরে উত্তোলন করতে হবে
৮) সরকারে যেখানে বিজেপি নেই, সেখানে স্কুল-কলেজে যোগাযোগ করতে হবে
৯) সমাজসেবীদের সম্মান জানিয়ে চা-চক্রের আয়োজন করতে হবে
১০) সংগঠনের সঙ্গে কথা বলে শুক্রবার থেকেই আসরে নামার নির্দেশ সকলকে
স্বাধীনতার ৭৫ বছরে অমৃত মহোৎসব পালনে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা সফল করতে রাজ্যের বিধায়ক ও নেতাদের উদ্যোগ নেওয়ার আর্জি জানানো হয়।
Tags:
Bengal BJP
West Bengal
CAA
Azadi Ka Amrit Mahotsav
Har Ghar Tiranga
75th Independence Day
Amit Shah on CAA
har ghar tiranga campaign
amrit mahotsav
azadi ka amrut mahotsav
caa in west bengal
west bengal bjp caa
suvendu caa
west bengal news today
sukanta majumdar on caa
amrut mahotsav
aajadi ka amrit mahotsav
azadi ki amrut mahotsav
har ghar tiranga abhiyan
bangla bjp
national flag hoisting