img

Follow us on

Thursday, Sep 19, 2024

TET HC: টেট মামলায় সিবিআইকে 'সিট' গঠনের নির্দেশ

টেট মামলায় সিবিআইকে সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

  2022-06-15 23:31:41

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে এবার সিট গঠনের নির্দেশ দিল আদালত। টেটে বেআইনি নিয়োগের পর্দা ফাঁস করতে হাইকোর্টের নির্দেশ, আদালতের নজরদারিতে পুরো ঘটনার তদন্ত চালাবে সিবিআই। এর জন্য দক্ষ অফিসারদের নিয়ে একটা স্পেশাল টিম গঠন করতে হবে। কলকাতার একজন জয়েন্ট ডিরেক্টরকেও এই টিমে রাখতে হবে। কাদের নিয়ে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল,তার পুরো তালিকা আদালতে শুক্রবার জমা দিতে হবে। আদালত জানিয়েছে, যতদিন না শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শেষ হচ্ছে, ততদিন এই সিটের কোনও সদস্যকে অন্য কাজে নিযুক্ত করা যাবে না। করা যাবে না বদলি। মোট ১২ থেকে ১৩ জনকে এই সিটে রাখতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। গোয়েন্দা তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআইয়ের গতি শ্লথ। তারা দ্রুত কাজ করুক। সাধারণ মানুষ তদন্তের অপেক্ষায় আছে। প্রথম টেট মামলায় এদিনই রিপোর্ট জমা দেয় সিবিআই। সব পক্ষের কথা শুনে বিচারপতি সিবিআইকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন।

Tags:

Calcutta High court

cbi

SIT

TET Corruption

Upen Biswas

Special Investigation Team

Calcutta High Court

HC Orders Cbi

SIT for TET


আরও খবর


ছবিতে খবর