img

Follow us on

Friday, Nov 22, 2024

Cash Rain in Naihati: নৈহাটি স্টেশনে টাকার বৃষ্টি, এল গোনার যন্ত্র, উদ্ধার ৬১.৩৫ লাখ

  2022-10-13 00:55:00

সাত সকালে নৈহাটি স্টেশনে হইচই। টাকা গোনার মেশিন হাতে ব্যাঙ্কের লোক। সকলের জিজ্ঞাসা এখানেও পার্থ-অর্পিতা? নাকি তৃণমুলের মানিক? না অন্য কোন মহারথী?ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। নৈহাটি স্টেশনে রুটিন চেকিং চলছিল। তখনই এক যুবকের ব্যাগ দেখে সন্দেহ হয়। তল্লাশি করতেই বেরিয়ে পড়ে রাশি রাশি টাকার বান্ডিল। ধৃতের নাম, অভিষেক সোনকার, ওরফে রোহন কুমার তাতোয়া।  
জিআরপির দাবি, অভিষেক ওরফে রোহন, আপ কল্যাণী লোকাল থেকে নামে নৈহাটি জংশনে। জিআরপির সন্দেহ হওয়ায়, তাঁকে ফলো করে। দেখা যায় অভিষেক ওরফে রোহন আরেকজনকে ফোন করে। ব্যাগ হস্তান্তর হওয়ার আগেই ধরা হয় অভিষেককে। ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে নোটের তাড়া। সেই টাকা গুনতেই সাত সকালে নৈহাটি
জি আর পির দাবি। টিটাগড় থেকে নিয়ে আসা হচ্ছিল বিপুল পরিমাণ টাকা। হস্তান্তর হওয়ার কথা ছিল নৈহাটিতে।
দশ টাকার ছেঁড়া নোটই ছিল সংকেত। দুজনের কাছে থাকবে দুটি টুকরো। খাপে খাপে মিলে গেলেই এই ব্যাগের টাকা ঐ ব্যাগে। অথচ দুই কেরিয়ারের কেউই জানবে না কত টাকা হস্তান্তর হয়ে গেল দশ টাকার ছেঁড়া নোটের প্রমানে।
সারা রাত জেরা করে, এইটুকু তথ্যই পাওয়া গেছে বলে দাবি জিআরপির। একেক বার একেক রকম তথ্য দিচ্ছে অভিষেক ওরফে রোহন।  ফলে বিভ্রান্ত জি আরপি আধিকারিকরা ডেকে পাঠিয়েছে ইনকাম ট্যাক্স ও দুর্নীতি দমন শাখার আধিকারিকদের। ব্যাগের মধ্যে কত টাকা আছে তা এখনও স্পষ্ট নয়।  যদিও পরিমাণ দেখে প্রাথমিক অনুমান, ৬০-৭০ লাখের কাছাকাছি টাকা ছিল অভিষেকের কাছে। ডাকা হয়েছে স্থানীয় ব্যাঙ্কের অফিসারদের। টাকা গোনার মেশিন সহ তাঁর হাজির নৈহাটি জিআরপিতে। 
এখন প্রশ্ন ধৃত অভিষেকের দাবি মত, নৈহাটির এই সোনা ব্যবসায়ী কে? যিনি পুরানো সোনা গলিয়ে সোনার বার তৈরি করত? কে সেই টিটাগড়ের ব্যবসায়ী যিনি ঐ সোনার বার কিনতেন। বা পুরানো সোনা সাপ্লাই করতেন নৈহাটির ব্যবসায়ীকে? 
অভিষেক ওরফে রোহনের ফোন যাচাই করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন জি আর পি। 
পুলিশের কারা এই দুই ব্যবসায়ী? তাঁদের সঙ্গে আর কার কার যোগাযোগ আছে? কেন এই ভাবে ব্যবসা চালাচ্ছেন তাঁরা?গভর্মেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আধিকারিকরাও এসেছেন নৈহাটি জংশনে। তারাও ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে এই অর্থের উৎস সন্ধানে।

নৈহাটি স্টেশনেও টাকা গোনার যন্ত্র,উদ্ধার ৬১.৩৫ লাখ

Tags:

Madhyom

bangla news

Bengali news

Bangla khabor

Naihati

money counting machine

currency counting machine

note counting machine

cash counting machine

mix currency counting machine

naihati station

naihati railway station

naihati station news

naihati junction railway station

naihati junction

naihati station kolkata west bengal

station

how to naihati railway station.

naihati railway station at office time

naihati local

recover

cash in recovery

recoverd

recover money

money recovery

money in recovery

GRP

hawala


আরও খবর


ছবিতে খবর