img

Follow us on

Friday, Nov 22, 2024

Arpita Mukherjee: লুঠের গোল্ড কাপ, টানটান ম্যাচে বেলঘরিয়া হারাল টালিগঞ্জকে

WhatsApp_Image_2022-07-28_at_751.15_PM

  2022-07-28 19:56:46

ভোটের আগে মুখ্য়মন্ত্রী বলেছিলেন, খেলা হবে। খেলা-মেলার রাজত্বে সত্যিই যে এভাবে খেলা হবে, তা বোধহয় কল্পনাও করতে পারেননি রাজ্যবাসী। টানটান উত্তেজনার মধ্যে সকলের প্রতীক্ষা, কে জিতবে? টালিগঞ্জ না বেলঘরিয়া। রাত ভোর হতে দেখা গেল, উত্তর হারিয়ে দিয়েছে দক্ষিণকে। টালিগঞ্জে উদ্ধার হয়েছিল ২২ কোটি। বেলঘরিয়া তা ছাপিয়ে গেছে। সেখানে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। মিলেছে সোনার বাট, গয়না। সব মিলিয়ে যার বাজার মূল্য চার কোটি টাকারও বেশি। 

টাকা গণনার উত্তেজনা যেন ভোট গণনার উত্তেজনাকেও হার মানিয়ে দিয়েছে। এক এক রাউন্ড গণনা শেষ হয়েছে, আর তার ফল ঘোষণা হতেই বিস্ময়ে বিস্ফারিত হয়েছেন কোটি কোটি জনতা। টাকা গোণার এই বিশাল মেশিন, এই রাশি রাশি টাকা, সাধারণ মানুষের চোখের অন্তরালেই ছিল এতদিন। সিনেমায় মাঝে মাঝে এমন ছবি ফুটিয়ে তুলতেন কোনও পরিচালক। কিন্তু বাস্তবে এই ছবি দেখতে হবে, তা ছিল কল্পনার বাইরে। রাজ্যবাসী দেখছিলেন, চারদিকে খেলা মেলা চলছে। এনিয়ে বিরোধীরা বারবার সরব হলেও, তাকেই মূলধন করতে চেয়েছে শাসক দল। এভাবেই ভুলিয়ে রাখা হয়েছিল যুব সম্প্রদায়কে। কিন্তু সবকিছুর নেপথ্যে যে এভাবে টাকা জমানোর খেলা চলছিল, তা অতি বড় তৃণমূল সমর্থকও ভাবতে পারেননি। তাই চারদিকে একটাই শব্দ, ছিঃ ছিঃ। 
যেভাবে প্রকাশ্যে আসছে কুবেরের ধন, তাতে পরিস্কার, এটা একজনের খেলা নয়। এর পিছনে আছে শাসক দলের অনেক মাথা। খোদ অর্পিতাও ইডির জেরায় জানিয়েছেন, টাকার বিষয়টি জানতেন পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের নেতারা। তাই প্রশ্ন উঠছে, এই দায় কি ঝেড়ে ফেলতে পারে তৃণমূল কংগ্রেস? এই টাকার খেলা কি জানতেন না মুখ্য়মন্ত্রী? দলের মধ্যে থেকে এখন পার্থ চট্টোপাধ্যায়ের ইস্তফা দাবি করা হচ্ছে। কিন্তু এভাবে কি গা বাঁচাতে পারবে শাসক দল? প্রশ্ন তুলছে আমজনতা। 


সোশ্যাল মিডিয়ায় এরমধ্যেই নানা কথা উঠেছে। কেউ লিখেছেন, যতই বেলঘরিয়া আর টালিগঞ্জের মধ্যে জোরদার প্রতিদ্বন্দ্বিতা হোক,কালীঘাট খেলতে নামলে বাকিরা কেউ দাঁড়াতে পারবে না। 
এখন এই খেলা কোথা থেকে কোথায় পৌঁছয়, টালিগঞ্জ-বেলঘরিয়ার পর কোথায় ম্যাচ পড়ে সেটাই দেখার। 

 

Tags:

Partha Chatterjee

Mamata Banerjee

Enforcement Directorate

ED

ssc scam

Partha Chatterjee arrested

partha chatterjee news

partha chatterjee on ssc

partha chatterjee latest news

partha chatterjee tmc

khela hobe

khela hobe tmc

khela hobe bjp

cpim khela hobe

kuberer dhan

money at arpitas flat

  arpita mukherjee

arpita mukherjee news

arpita mukherjee ed

arpita mukherjee ed raid

ed raid arpita mukherjee

50 crore cash arpita mukherjee

arpita mukherjee partha chatterjee

ed raid arpita mukherjee house

arpita mukherjee 20 crore rupees

arpita mukherjee tmc

ed raids arpita mukherjeec

arpita mukherjee 20 crore cash

ed raids at arpita mukherjee house

latest news arpita mukherjee

tmc partha chatterjee ed raid


আরও খবর


ছবিতে খবর