img

Follow us on

Saturday, Nov 23, 2024

Anubrata Mondal : কোথায় লুকিয়ে অনুব্রত কন্যা?

কোথায় লুকিয়ে অনুব্রত কন্যা?

  2023-03-20 21:08:07

কোথায় লুকিয়ে অনুব্রত কন্যা সুকন্যা? দিল্লি থেকে বাংলার রাজনৈতিক মহলে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সুকন্যা মণ্ডলের। তলব করা হয়েছিল সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্দা ও যুব তৃণমূল নেতা কৃপাময় ঘোষকে।  এই কৃপাময়ই বীরভূম থেকে কলকাতায় অনুব্রতকে আনার সময় শক্তিগড়ে ব্রেকফাস্ট টেবিলে হাজির ছিলেন। এদিন দিল্লিতে বেলা ১১টার মধ্যে হাজিরা দেওয়ার কথা থাকলেও কেউ হাজির হননি। এর আগেও অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। কিন্তু সেদিনও তিনি গরহাজির ছিলেন। তারপর আজ আবার। জানা যাচ্ছে, বীরভূমে এখন তিনি নেই নেই। তাহলে কোথায় অনুব্রত কন্যা? কোথায় লুকিয়ে আছেন তিনি? এক থাকতে পারেন কলকাতায়, না হলে দিল্লিতে। সেখানে তাঁর নিরাপত্তার জন্য গোপনে ব্যবস্থা করে থাকতে পারেন প্রভাবশালীরা। তাই সবমহলেই এখন একটাই প্রশ্ন, কোথায় লুকিয়ে সুকন্যা? ইডি সূত্রে খবর, মেয়ের মুখোমুখি হতে চাইছেন না অনুব্রত। তাঁর আশঙ্কা, সেই জেরায় অনেক কিছু বেরিয়ে আসতে পারে। তাই দেশের সেরা আইনজীবীদের কাজে লাগিয়ে এই পরিস্থিতির মোকাবিলার চেষ্টা হচ্ছে। জানা যাচ্ছে, বাবা-মেয়ের মুখোমুখি জেরা এড়াতে নামানো হতে পারে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলদের মতো আইনজীবীদের। গোয়েন্দাদের সন্দেহ, এই মুহূর্তে তাই লুকিয়ে রাখা হয়েছে অনুব্রত কন্যাকে। অনুব্রতর মুখোমুখি সুকন্যার জেরা যাতে আটকানো যায়, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রভাবশালী মহল। আর সেকারণেই লুকিয়ে রাখা হয়েছে সুকন্যাকে। তবে শুধু সুকন্যাই নয়, বাংলার আর এক কেলেঙ্কারিতে যখন নাম জড়িয়েছে কালীঘাটের কাকুর, তখন তিনিও এদিন গোয়েন্দাদের জেরা এড়িয়েছেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এদিন সুজয় কৃষ্ণ ভদ্রকে তলব করেছিল সিবিআই। সকাল দশটায় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর বদলে হাজির হন আইনজীবী। ব্যাংক সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র নিয়ে হাজির হন তিনি।

একদিকে কালীঘাটের কাকু, অন্যদিকে অনুব্রতর কন্যা। একটি তলব কলকাতায়, অন্যটি দিল্লিতে। দুই জেরাই আজকের মতো এড়ানো গেছে। দুই ঘটনার সঙ্গেই যোগ আছে পিরামিডের মাথার। তাই তৈরি হচ্ছেন গোয়েন্দারাও। কেলেঙ্কারির মাথায় পৌঁছতে সুকন্যাকে গ্রেফতার করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে কালীঘাটের কাকুও যে পার পাবেন না, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। 
 

Tags:

Cattle smuggling

TMC leader Anubrata Mondal

Cow smuggling

anubrata mandal in cbi

anubrata mondal cbi

anubrata mondal news today

anubrata mondal latest news

Anubrata Mondal arrested

anubrata mondal news

cbi arrested anubrata mondal

anubrata mondal arrest

anubrata mondal latest updates

  anubrata mondal

cattle scam

anubrata mondal in delhi

anubrata mondal ed news update

sukanya mondal disappear

anubrata mondal daughter sukanya mondal

kripamay ghosh

tufan midda

anubrata at delhi

sukanya mondal skips ed

anubrata mandal ed news

nubrata mondal tmc

sukanya mondal dodging ed summons


আরও খবর


ছবিতে খবর