img

Follow us on

Sunday, Jan 19, 2025

Cattle Smuggling Case: বোলপুরে ফের CBI তল্লাশি, জালে অনুব্রত ঘনিষ্ঠ

বোলপুরে ফের CBI তল্লাশি, জালে অনুব্রত ঘনিষ্ঠ

  2022-09-03 12:19:27

আবার বোলপুরে একযোগে চার বাড়িতে হানা সিবিআইয়ের। সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। চার জনই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। 

চারের মধ্যে একজন তৃণমূল কাউন্সিলর। নাম বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন। যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছায়াসঙ্গী বলেই পরিচিত। এতটাই অনুব্রতর কাছের, যাকে নিয়মিত দেখা যেত অনুব্রতের বাড়িতে। এবারেই প্রথমবার কাউন্সিলর হয়েছেন বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 

দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ওরফে মুন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
না কোন উত্তর দেননি দেবজ্যোতি। এমনকি নিজেকে ডিফেন্ড করার জন্যও ‌মুখ খোলেননি। যদিও সিবিয়াই সূত্রে 

অন্যজন সুদীপ্ত রায় পেশায় মৎস্য দফতরের কর্মী, সুদীপ্ত রায়, বোলপুরে মৎস্য দফতরের কর্মী

এছাড়াও স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। ঐ ব্যবসায়ীর নাম সুজিত দে ওরফে দোলন। সম্প্রতি তাঁর সম্পত্তির পরিমাণও লাগামছাড়া হারে বেড়েছে বলে দাবি সিবিয়াইয়ের।
সুজিত দে (দোলন) ব্যবসায়ী

এই তিনজন ছাড়াও বুধবার সিবিআই হানা দেয় মনীশ কোঠারী। মনীশ, যিনি অনুব্রতর মন্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এর আগেও জেরা করা হয়েছে মনীশ কোঠারীকে। জানতে চাওয়া হয়েছিল কিভাবে একজন মাগুর মাছ বিক্রেতা মাত্র দশ বছরে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হন কি হরে? অনুব্রতর আয়ের সঙ্গে তাঁর সম্পত্তি পরিমাণ মিলছে না।

গত মঙ্গলবারই আসানসোল জেলে অনুব্রত আর তাঁর দেহরক্ষী সেহগাল হোসেন জেরা করে সিবিয়াই। এখনো সেই ভাবে মুখ খোলেননি। অনুব্রত আর সেহগল। বারো আর চোদ্দ দফা প্রশ্ন নিয়ে গতকালই জেরা করে সিবিয়াই। কিন্তু একের পর এক জায়গা থেকে অনুব্রতর সম্পত্তির কিভাবে করেছে এটাই ছিল জিজ্ঞাস্য।   

Tags:

 

cbi

Cbi raid

Bolpur

bolpur news

anubrata mandal in cbi

anubrata mondal cbi

cbi summons anubrata mondal

cbi arrested anubrata mondal

tmc's anubrata mondal by cbi

Anubrata Aide

cbi raid in bolpur

cbi in bolpur

cbi officials

bolpur bank

bolpur rice mill

cbi investigatuion

cbi raid live

cbi arrests mamata banerjee aide

bolpur news update

bolpur cbi raid

cbi raids bolpur land registry office

cbi bolpur

cbi in bolpur bank

bolpur councillor detained


আরও খবর


ছবিতে খবর