img

Follow us on

Saturday, Jan 18, 2025

Cattle Smuggling Scam: অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকে কেন দিল্লিতে তলব ইডির?

অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকে কেন দিল্লিতে তলব ইডির?

  2022-11-11 19:42:03

ঐ যে লোকটি হেঁটে আসছেন উনি বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। এমনিতে খুব বলিয়ে কইয়ে। সব বিষয়ে তাঁর একটা মতামত থাকে। বাঘের কাছে যাওয়ার আগে ফেউয়ের কাছে ভেট জুগিয়ে যেতে হয়। কিন্তু এখন বোলতি বন্ধ।

অ্যাম্বিয়েন্সঃ (সাংবাদিকদের জিজ্ঞাসা, কোন কথা না বলে চলে যাওয়া)
বোলপুরে সিবিআই অস্থায়ী ক্যাম্পে ঢুকতে বেরতে সাংবাদিককের কোন প্রশ্নেরই কোন জবাব দেননি বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

এর আগে ৩১ অগাস্ট, এই বিশ্বজ্যোতির বাড়িতে তল্লাশি করে সিবিআই। অনুব্রত গ্রেফতারের পর যে ১৭টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছিল, তাঁর মধ্যে বিশ্বজ্যোতির অ্যাকাউন্টও রয়েছে। গরু পাচারের বিপুল পরিমাণ টাকা ঐ আকাউন্টে ঢুকেছে বলে দাবি সিবিআইয়ের। সিবিআই-এর দাবি, বিশ্বজ্যোতির অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে অনুব্রত মণ্ডলের কোম্পানিতে, সেই সংক্রান্ত নথিও হাতে পেয়েছে সিবিআই। ২০১১ সালে অনুব্রত মণ্ডলের বাড়িতে পরিচারকের কাজ করত বিশ্বজ্যোতি। মাসিক বেতন ছিল ৫ হাজার টাকা। গত পঞ্চায়েত নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন বিশ্বজ্যোতি। গরুপাচার মামলায় তাঁর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি সিবিআই। চার্জশিটে এক্তহা উল্লে ৩৬লক্ষ টাকা এল কি করে? ঐ প্রশ্নে তাঁকে এবার দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সোমবার এই সংক্রান্ত নোটিশও পাঠানো হয়েছে।

ইডির দাবি এই বিপুল পরিমাণ টাকা গরু পাচারের। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নির্দেশে বিশ্বজ্যোতির অ্যাকাউন্ট হয়ে সেই টাকা ঢুকত অনুব্রতর কোম্পানি চালকল, বকলমে চালানো মেডিকেল কলেজগুলোতে। যেখানে যেখানে অনুব্রত বিনিয়োগ হত সেখানে যেত এই টাকা। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন এখন দিল্লির তিহার জেলে।তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনুব্রতর মেয়ে সুকন্যাকেও। ইডি সূত্রে জানা গেছে জেরায় মুখ খুলছেন সুকন্যা। এবার বিশ্বজ্যোতিকেও দিল্লি অফিসে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি।

আরও একজনকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তিনি বীরভূমের বিখ্যাত লটারি ডিলার। কিভাবে মুখ্যমন্ত্রীর বীরভূমের বাঘের নামে নিয়ম করে ডিয়ার লটারির টাকা ওঠে সে সম্পর্কে জানতে।
 
যদিও লটারি ডিলার জানিয়েছেন, তাঁর বিক্রি টিকিটে অনুব্রত মণ্ডল বা তাঁর মেয়ের নামে টাকা ওঠেনি। টাকা উঠেছে অন্য এক ডিলারের বিক্রি করা টাকায়। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য। কথার মাঝখানেই বললেন লটারি ডিলার। তিনি আগে বীরভূমের একনম্বর ডিলার থাকলেও বেশ কিছুদিন হল তাঁর বাজার পড়ে গেছে। এখন এক নম্বর ঐ বিক্রেতা।

তাহলে কি লটারির প্রাইজ পেতেও দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন অনুব্রত আর তাঁর পরিবার। কারণ এও টাকা সাদা করার নতুন প্রক্রিয়া। কালো টাকার ওয়াশিং মেশিন।  

Tags:

Madhyom

bangla news

Bengali news

Anubrata

Cattle smuggling case

Cattle smuggling

Cattle smuggling scam

Cow smuggling

cow smuggling case

anubrata mandal cbi

anubrata cow smuggling

anubrata mondal cbi

cattle smuggling in west bengal

Anubrata Mondal cattle smuggling

anubrata mandal tmc

anubrata mondal tmc

anubrata news

cbi anubrata

Bangla khabor

anubrata update

cattle smuggling cbi

bengal cattle smuggling scam

west bengal cattle smuggling case

anubrata mondal close aide

anubrata tmc

tmc anubrata

anubrata mondol

Anubrata's Close Aide Biswajyoti

Biswajyoti Close Aide of Anubrata

Anubrata Aide Biswajyoti

biswajyoti banerjee

cbi detains biswajyoti banerjee

cbi arrests biswajyoti banerjee

tmc councillor biswajit banerjee

ED summoned Biswajyoti

ED summoned

biswajyoti summoned by ED

ed delhi office

delhi ed office


আরও খবর


ছবিতে খবর