img

Follow us on

Sunday, Jan 19, 2025

Anubrata Mondal: CBI চার্জশিটে অনুব্রতর ৫৩ জমির দলিল, ১৮ কোটি FD

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল

  2022-10-07 20:59:37

গ্রেপ্তারের ৫৭ দিনের মাথায় অনুব্রত মণ্ডলের চার্জশিট জমা পড়ল আসানসোল সিজিএম আদালতে। মোট ৩৫ পাতা চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে কপিতে ৫৩ টি জমির দলিল ও ১৮ কোটি টাকার এফ ডি-র উল্লেখ রয়েছে। পাশাপাশি অনুব্রতের নামে চার্জশিটে প্রায় ২৫টি বেনামি দলিলের কথা উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এই বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রতের পরিবারের।

অনুব্রত মণ্ডলের চার্জশিটে উল্লেখ করা হয়েছে তিনটি চালকলের কথাও। যে চালকলগুলি থেকে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে অর্থ যেত। সিবিয়াইয়ের দাবি ঐ চালকল্গুলির সঙ্গে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের যোগ রয়েছে। যা বকলমে অনুব্রতের নিজের। কলকাতা ও বীরভূমে অনুব্রতের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তি সিবিআইয়ের আতশকাচের তলায় রয়েছে। যদিও নিজের কোনও বেনামি সম্পত্তি নেই বলে দাবি করেছেন ‘কেষ্ট’।

অনুব্রতের দেহরক্ষী সহগল হোসেনের সঙ্গে গরু পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ফোনে কথা হত বলেও চার্জশিটে তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোল সিবিআই আদালত ছুটি থাকায় ভেকেশনাল কোর্টে অর্থাৎ সিজিএম আদালত জমা পড়লো চার্জশিট। ৯৫ জন সাক্ষীর বয়ানের কপি জমা করা হল এদিন। এই নিয়ে গরু পাচারকান্ডে চতুর্থ চার্জশিট জমা পড়ল আসানসোল আদালতে। 

এর আগে বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমার, গরু পাচারের মূল কিংপিন এনামুল হক, গরু পাচারে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ এবং তার স্ত্রীর নামে চার্জশিট দেওয়া হয়েছিল। চার্জশিট জমা দেওয়া হয়েছিল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের নামেও। এবার সিবিআই-এর ৩৫ পাতার চাজর্শিট নাম জমা পড়লো অনুব্রত মণ্ডলের নামে।চার্জশিটে মোট ১২ জনের নাম রয়েছে বলে জানা গেছে।

৩৫পাতার এই চার্জশিটে অনুব্রত মন্ডলকে গরুপাচার চক্রের মূল পৃষ্ঠপোষক বলে চিহ্নিত করা হয়েছে, বলে সিবিআই সূত্রের খবর। 

তদন্তে বীরভূমে বিভিন্ন ব্যাঙ্কের নথি, জমি ও চালকলের কাগজপত্র খতিয়ে দেখে সেগুলি অনুব্রত মন্ডলের সম্পত্তি বলে জানতে পেরেছে সিবিআই। সেহগল হোসেনের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছিল সেই ধারাগুলোই অনুব্রত মন্ডলের নামে চার্জশিটে উল্লেখ রয়েছে।

 

 

Tags:

 

cbi

Madhyom

anubrata mondal

Cattle smuggling case

Cattle smuggling

Cow smuggling

asansole

cow smuggling case

anubrata mondal news

  Anubrata Mondal cbi chargesheet

cbi chargesheet Anubrata Mondal

anubtata

main culprit anubrata

cbi 4th chargesheet

  anubrata cow smuggling

anubrata mondal chargesheet

asansole cjm court