img

Follow us on

Wednesday, Nov 27, 2024

coal scam case : CBI হেফাজতে ECL কর্তারা, কাদের নাম সামনে? 

৫ দিনের CBI হেফাজতে ECL কর্তারা

  2022-07-14 18:56:42

কয়লা পাচারে যে একটা দুষ্ট চক্র কাজ করছে, সেই অভিযোগ উঠেছিল অনেক দিন আগেই। এবার একে একে প্রকাশ্যে আসছে তাদের নাম। জানা যাচ্ছে, সর্ষের মধ্যে ভূত কারা। বেআইনি কয়লা কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ইসিএলের সাত জন। ধৃতরা হলেন ইসিএল-এর বর্তমান জেনারেল ম্যানেজার এস সি মিত্র, ইসিএল-এর তিন প্রাক্তন জেনারেল ম্যানেজার সুশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মল্লিক এবং তন্ময় দাস। 
এছাড়াও আছেন সিকিউরিটি ম্যানেজার মুকেশ কুমার ও দুই সিকিউরিটি ইনস্পেক্টর রিঙ্কু বেহরা এবং দেবাশিস মুখোপাধ্যায়। সিবিআইয়ের দাবি, ওই সাতজনের সঙ্গে অনুপ মাজি ওরফে লালার সরাসরি টাকার লেনদেনের সম্পর্ক ছিল। সেই টাকা কোথা থেকে নিয়েছিলেন, আর কোথায় রাখা হয়েছে, তা জানতেই জেরার প্রয়োজন। সব শুনে, সাতজনকেই পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

 বুধবার নিজাম প্যালেসে সিবিআইয়ের আর্থিক তছরুপ দমন শাখার অফিসে সাত ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। তারপর ওই ৭ জনকে গ্রেফতার করা হয়। ইসিএলের এই কর্তা-ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, কয়লা পাচারকারীদের কাছ থেকে মোটা অর্থের বিনিময়ে তাঁরা সুবিধা পাইয়ে দিয়েছেন। এদের প্রত্যক্ষ মদতেই আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায়  খনি থেকে কয়লা তুলে পাচার করা হয়েছে। তাঁদের কাছে মিলেছে হিসেব বহির্ভূত প্রচুর টাকা। তা নিয়ে জেরা করে সদুত্তর না মেলাতেই ৭ ইসিএল কর্তাকে গ্রেফতার করে সিবিআই।  
সাতজনকেই আজ কলকাতা থেকে নিয়ে যাওয়া হয় আসানসোলে বিশেষ সিবিআই আদালতে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তের গভীরে পৌঁছতে চায় সিবিআই। এই চক্রের পিছনে আর কাদের কাদের হাত আছে, সেই রহস্য ভেদের চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই তদন্তে আরও অনেক রাঘববোয়াল ফাঁসবেন বলে মনে করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

কয়লা কাণ্ডে এর আগে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র সহ চার কয়লা মাফিয়াকে গ্রেফতার করা হয়েছিল। টাকা পাচারের অভিযোগে আলাদা করে তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টেরটও। ইতিমধ্যেই দুই কয়লা মাফিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কয়লা কারবারিরা গ্রেফতার হলেও এই প্রথম ইসিএলের কোনও কর্তা পাকড়াও হল। তাই প্রশ্ন উঠছে, ওই কর্তাদের জেরা করে কী রাঘববোয়ালদের হদিশ মিলবে? কেন না কয়লার টাকা ঘুরপথে কোথা থেকে কোথায় যেত, তার হদিশ থাকতে পারে এই ইসিএল কর্তাদের কাছে। এরমধ্যেই এই কাণ্ডে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে দুবার জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা। থাইল্যান্ড ও লন্ডনে রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের খোঁজ নেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, বেআইনি কয়লা পাচারকে ঘিরে  প্রায় ১৩০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ টাকাই হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টাতেই তৎপর সিবিআই ও ইডি। 
 
 

 
 
 

 

 

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

coal scam case

Trending News

bangla news live

bengali news today

bengali news channel

bengali news live

news bangla

coal scam

west bengal coal scam

abhishek banerjee coal scam

coal scam update

bengal coal scam

coal scam case west bengal

rujira banerjee coal scam

cbi on coal scam

cbi arrests in coal smuggle

coal scam bjp

bjp coal scam

tmc coal scam

ecl coal scam

  news

news channel

news update


আরও খবর


ছবিতে খবর