অনুব্রত-ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই
ছিলেন সামান্য এক পুরসভার গ্রুপ ডি কর্মী। সেখান থেকে বিপুল সম্পত্তির মালিক। এহেন বিদ্যুৎবরণের বাড়িতে সিবিআই তল্লাশি। কে এই বিদ্যুৎবরণ গায়েন? তিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তিনি অনুব্রতর লগ্নি করা একাধিক কোম্পানিতে সুকন্যা মণ্ডলের সঙ্গে যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন। নাম যুক্ত রয়েছে ভোলে বোম রাইস মিলের সঙ্গেও। একজন সামান্য সাফাই কর্মীর এত সম্পত্তি হল কীভাবে, তার হদিশ পেতেই এদিন বোলপুরের কালিকাপুরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
এক নজরে দেখলেই বোঝা যায় কী পেল্লাই বাড়ি। দরজায় লাগানো মমতার স্টিকার। বোলপুর পুরসভার এক জন সামান্য সাফাই কর্মী কয়েক বছরের মধ্যে কীভাবে এত বড় বাড়ি তৈরি করেন, তা অবাক করেছে গোয়েন্দাদের। জানা গেছে, অস্থায়ী পুরকর্মী হিসেবে প্রথমে চাকরি পান বিদ্যুৎবরণ। শুরুতে গাড়ির খালাসির কাজ করতেন। এরপর পদোন্নতি হয়ে গাড়িচালকের কাজ পান তিনি। ২০১২ সালে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হন। সিবিআইয়ের দাবি, বেশ কিছু জমি জমাও রয়েছে বিদ্যুৎবরণের নামে। তবে সেগুলি অনুব্রতর বেনামি সম্পত্তি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কিছুদিন আগেই অনুব্রতর ভোলে বোম রাইস মিলে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়। সিবিআই সূত্রে খবর, দুজনের নামে কেনা রয়েছে ভোলে বোম রাইস মিল। রাইস মিলের দুই মালিকের একজন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। ৪৫ বিঘা জমির ওপর মিলটি ২০১৩ সালে তৈরি। ৫ কোটি টাকা দিয়ে এটি কেনেন অনুব্রত। পরে আরও একটি ছোট রাইস মিল এর সঙ্গে যুক্ত হয়। মিলের আর এক ডিরেক্টর বিদ্যুৎবরণ। সেই বিদ্যুৎবরণের বাড়িতেই এদিন তল্লাশি চলে। তবে অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুতকে এদিন পাওয়া যায়নি। তাঁর খোঁজে এখন তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
Tags: