img

Follow us on

Thursday, Sep 19, 2024

CBI Raid: অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গলের বোলপুরের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

সায়গল হোসেন, অনুব্রতর দেহরক্ষীর দুই বাড়ি

  2022-06-16 22:42:49

আবাসনের নাম সাওনধারা (saondhara complex)। বোলপুর (Bolpur) বাইপাসের গা ঘেঁষে কাশিপুর মোড়ে এই সাওনধারা আবাসন। প্রায় হাজার লোকের বাস। একাধিক টাওয়ার। এক একটি ফ্ল্যাটের দাম কম বেশি ৬০/৭০ লাখ। এখানেই দু'দুটি থ্রি-বিএইচকে ফ্ল্যাটের মালিক সায়গল হোসেন (Saigal Hossain)। এখানেই থাকতেন তার স্ত্রী কন্যা শাশুড়ি। সায়গল হোসেন। বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের (anubrata mondal) ব্যক্তিগত দেহরক্ষী মাত্র। পেশায় কনস্টেবল। অনুব্রতর একাধিক অপকম্মের সাক্ষী। গত ৬/৭ বছরে সে কোটি কোটি টাকার মালিক। আপাতত গরুপাচার কাণ্ডে (Cow smuggling) যুক্ত থাকা ও হিসাব বহির্ভূত সম্পত্তির কারণে সিবিআই হেফাজতে (cbi probe)। ১৭ই জুন তাঁকে ফের পেশ করা হবে আদালতে। ১লা জুন প্রথমবার এই আবাসনে তল্লাশি চালায় (cbi raid) সিবিআই । জানা গেছে, ৬নম্বর টাওয়ারের চতুর্থ তলায়, ও ২ নম্বর টাওয়ারের দ্বিতীয় তলায় একটি করে ফ্ল্যাট রয়েছে সায়গলের। অনুব্রত মণ্ডলের নিরপত্তা রক্ষী সাইগল হোসেনকে হেফাজতে নেওয়ার পর ফের ১৫ ও ১৬ জুন, পরপর দু'দিন বোলপুরের এই দুই 3BHK ফ্ল্যাটে হানা দিল পাঁচ সদস্যের সিবিআই (CBI) টিম। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন তাঁরা। যদিও সেখানে কি রয়েছে তা বলতে চাননি সিবিআই অফিসাররা। তবে এই আবাসনে মাঝে মধ্যেই বিভিন্ন গাড়িতে সায়গল হোসেন আসতেন। কিছুদিন আগেও এখানে তার পরিবার ছিল। টাওয়ার টু-র দোতলার সুসজ্জিত ফ্ল্যাটেই থাকতেন,সায়গলের স্ত্রী, শাশুড়ি ও কন্যা। কিন্তু এখন আর কেউ নেই। আর এ ব্যাপারে প্রতিবেশিরা বিশেষ কেউ কোন কথা বলতেও রাজি নন। সিবিআই অফিসাররা আবাসনে ঢুকতেই, বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। যাতে কেউ ঢুকতে বা বেরোতে না পারেন। শুধু বোলপুরে নয়, মুর্শিদাবাদেও (Murshiabad) প্রাসাদ কিনেছিলেন সায়গল হোসেন। ডোমকল (domkal) পৌরসভার ১০নং ওয়ার্ড এর মালিথা পাড়া এলাকায় প্রায় ৬বিঘার কিছু বেশি জমি কেনেন সাইগল। তারই এক পাশে সেই সবুজ রঙের প্রাসাদ। যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা। সেই ছবিও এসেছে মাধ্যমের হাতে। দেখুন সেই প্রাসাদের ছবি। এখানেও প্রতিবেশিরার কেউই কোন কথা বলতে রাজি নন। এছাড়াও কলকাতায় (Kolkata) সায়গলের নামে ৩টে ফ্ল্যাট সায়গলের একটি বাড়ি থেকে মিলেছে নগদ ১৫ লক্ষ টাকা (cash recover) সায়গলের ঘরে পাওয়া গেছে প্রায় ২ কেজি সোনা (gold recover) নামে-বেনামে একাধিক পেট্রল পাম্প, রিসর্টেরও মালিক সায়গল

 

Tags:

cbi

Birbhum

anubrata mondal

CBI probe

Kolkata

Cbi raid

Bolpur

Saigal Hossain

Domkal

Cow smuggling

saondhara complex

Murshiabad

gold recover

cash recover


আরও খবর


ছবিতে খবর