জগদ্ধাত্রীর আরাধনায় কেমন সাজছে চন্দননগর?
কালীপুজো ভাইফোটা শেষ। চন্দননগর এবার সেজে উঠছে জগদ্ধাত্রী আরাধনায়। কোভিডের কারণে গত দু'বছর নমো নমো করে পুজো সারলেও এবার কার্যত উতসবে বিস্ফোরণের অপেক্ষায় চন্দননগর। ষষ্ঠীর তিন দিন আগেই, শুক্রবারই উদ্বোধন হয়ে গেল বেশ কিছু পুজোর।
রথের সড়ক সম্বলা শিবতলার পুজোর যেমন। ৫০ পেরিয়েছে ২০২০সালে। কোনক্রমে পুজো সেরেছিল তাঁরা। এবার সেই বকেয়া সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন। কোন রাজনৈতিক নেতা শিল্পীরা নন পুজোর উদ্বোধন করলে ২৫ জন শিশু। এরা সবাই এসেছে সহজপাঠ ফাউন্ডশনের থেকে। তিথি অনুযায়ী, রবিবার ষষ্ঠী তাঁর আগেই শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল আরও বেশ কিছু পুজা মণ্ডপের।
কলকাতার যেমন দুর্গাপুজো, বারাসত দমদমে যেমন কালীপুজো, ঠিক তেমনই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ঐতিহ্য আড়ম্বরে কখন সখনও কলকাতার দুর্গাপুজোকেও টেক্কা দেয় চন্দননগর। কারণ অনেক পুজোকমিটির বয়সই শতাধিক। একশো বছরের বেশি সময় ধরে চলে আসার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জাঁকজমকে এখন গোটা বিশ্বের ট্যুরিস্ট ডেসটিনেশনে পরিণত হয়েছে। বিশেষ করে বিসর্জনের শোভাযাত্রা। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জায় সেজে ওঠে উৎসব। এবার ১৭৬টা পুজো কমিটির মধ্যে ৬১টা পুজো কমিটি অংশ নেবে ৩রা নভেম্বরের বিসর্জনের শোভাযাত্রায়।
বাইটঃ সম্পাদক, চন্দননগর কেন্দ্রীয় পূজা কমিটি
সঙ্গে রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞাও। চন্দননগর কেন্দ্রীয় পূজা কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন বাজি ফাটানো হবে না, চলবে না কোন ডিজে সাউন্ড সিস্টেম। জোর দিতে হবে পরিবেশ বান্ধব পুজোয়। প্রতিমার রঙে সীসার ব্যবহার থাকলে প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যাবে সে সব পূজা কমিটি।
এবছরের অক্টোবরের শুরু হয়েছিল রাজ্যে দুর্গা আরাধনা দিয়ে। বাজিমাত করেছিল কলকাতা। আলো থিম ঐতিহ্যে রাজ্যের সবটুকু আলো কেড়ে নিয়েছিল কলকাতা। এমনকি মাল নদীতে বিসর্জনের দিনের দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর পরও রাজ্যের প্রশাসন ব্যস্ত ছিল কলকাতা কেন্দ্রীক উৎসবে। আর অক্টোবরের শেষ পর্বে উৎসবের সব আলো জমা হয়েছে চন্দননগরে জগদ্ধাত্রীকে ঘিরে। চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। রবিবারেই হতে চলেছে সবচেয়ে বেশি মানুষের সমাগম। আর ভিড় বাড়বে বিসর্জনের দিন। সকলেরই আশা চন্দননগরের নিজস্ব ঐতিহ্য মেনেই বিসর্জনের শোভাযাত্রায় নিরাপত্তা, আলোকসজ্জা শৃঙ্খলায়, এবারও নিজেদের সমস্ত রেকর্ড ভাঙবে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা কমিটিগুলি।
Tags:
bangla news
Bengali news
Chandannagar
chandannagar jagadhatri puja 2022
chandannagar jagadhatri puja
chandannagar lighting
jagadhatri puja chandannagar
chandannagar history
chandannagar city
chandannagar light
worship
jagadhatri
jagadhatri puja
history of jagaddhatri puja
jagaddhatri
jagaddhatri deity
madhoym
jagaddhatri (deity)
jagaddhatri puja
jagadhatri pujo chandnanagar
jagadhatri theme puja
jagadhatri thakur
jagadhatri puja 2022
chandannagar jagadhatri puja pandal
chandannagar jagadhatri puja decoration
chandannagar jagadhatri puja lights