WhatsApp_Image_2022-05-31_at_727.56_PM_(1)
ব্যান্ডেল স্টেশন। সিগন্যালের আধুনিকীকরণে তিনদিন বন্ধ ছিল ট্রেন চলাচল। চালু হতেই বিপত্তি। বিপত্তি তবে বিপদ নয়। সমস্যা হবে নিত্যযাত্রীদের। জার্মান প্রযুক্তির আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেল প্ল্যাটফর্মের নম্বর। গতকাল রাত থেকেই সচল হয়েছে স্টেশন। কিন্তু বদলে গেছে প্ল্যাটফর্ম। বিভ্রান্তিতে নিত্যযাত্রীরা।
বদলে গেল প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম 1-B হল 1, 1-A হল 2
প্ল্যাটফর্ম 1 হল 3, প্ল্যাটফর্ম 2 হল 4
প্ল্যাটফর্ম 3 বদলে হয়ে গেল 5 ...
5 নম্বর হল 6, আর 4 বদলে গেল 7 এ
যদিও সিগন্যালিং ব্যবস্থা আধুনিকীকরণের ফলে নিরাপত্তা বাড়ল যাত্রীদের। জানালেন ডি আর এম হাওড়া মনীশ জৈন। সোমবার সকাল থেকেই একটানা চলে স্টেশন পরিদর্শন আর ট্রায়াল রান।
তবে প্ল্যাটফর্ম বদলে বেশ বিপাকে নিত্যযাত্রীরা। সবাই পাশের লোককে জিজ্ঞাসা করছেনঃ প্ল্যাটফর্ম চারটা যেন কোথায়? কিম্বা ওয়ান এ টা কোথায় হারাল কে জানে?