img

Follow us on

Saturday, Jan 18, 2025

Abhishek Banerjee: চোর ধ্বনি, কালো পতাকা, মন্দিরে ঢুকতে না দিয়ে অভিষেককে ধিক্কার মতুয়াদের!

চোর ধ্বনি, কালো পতাকা, মন্দিরে ঢুকতে না দিয়ে অভিষেককে ধিক্কার মতুয়াদের!

  2023-06-11 22:11:26

ধিক্কার, কালো পতাকা, চোর ধ্বনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  ঠাকুরবাড়ি (bangaon thakurbari) সফর ঘিরে এভাবেই সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল গাইঘাটা। মতুয়া (matua) ভক্তদের আপত্তিতে মূল মন্দিরে ঢুকতেই পারেননি অভিষেক।  বিকেল চারটে নাগাদ তাঁর কনভয় পৌঁছয় বনগাঁর ঠাকুরনগরে। সঙ্গে ছিলেন রাজ্যের রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক। মন্দিরে ঢুকতে না পেরে ক্ষোভ উগরে দেন অভিষেক। পারলে গায়ের জোরে ঢুকতে পারেন বলে হুঁশিয়ারও দেন তিনি।পঞ্চায়েত ভোট (panchayat vote)ঘোষণা হতেই সেখানে ছুটেছেন অভিষেক। চাইছেন মতুয়া ভোট ফেরাতে। কিন্তু আজকের এই ছবি বলে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর ওপরে কতটা রেগে এলাকার মানুষজন। 

Tags:

Abhishek Banerjee

matua

habra

chaos

thakurbari

gaighata


আরও খবর


ছবিতে খবর