মুখ্যমন্ত্রী এখন কীসের রোল মডেল?
রাজ্যর আইনশৃঙ্খলা পরিস্থিতি কি মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে? পরপর কয়েকটি ঘটনায় এই প্রশ্ন সামনে আসছে। হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার ঘটনা থেকে শক্তিগড়ে ব্যবসায়ী খুন। আতঙ্ক সর্বত্র। হাওড়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে শিবপুর যাওয়ার সময় এদিন আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশের দাবি, সেখানে ১৪৪ ধারা জারি আছে। কিন্তু এই পরিস্থিতিতে মন্ত্রী অরূপ রায় কীভাবে সেখানে যেতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বাংলায় আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুধু একটি সম্প্রদায়ের হয়ে কাজ করছে পুলিশ। হাওড়ার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি।
রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। তাঁর অভিযোগ, বাংলায় পুরো জঙ্গলরাজ চলছে। আর ঘুমোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুবৃত্তায়নের রোল মডেল হয়ে উঠেছেন। বিরোধীরা অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। শক্তিগড়ে একসময় তিনিই উদ্যোগী হয়েছিলেন ল্যাংচা হাব বানানোর। সেই ল্যাংচা হাবের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল ব্যবসায়ীকে। গাড়ির ভিতরে বসে থাকা অবস্থায় অন্য গাড়ি করে এসে চালানো হল গুলি। ফলে চিন্তা বাড়ছে। প্রশ্ন উঠছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই হাল কেন? মুখ্যমন্ত্রী কি এই দায় এড়াতে পারেন? তিনি কি দুবৃত্তায়নের রোল মডেল হয়ে উঠেছেন? আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান আপনার মতামত।
Tags:
Mamata Banerjee
Sukanta Majumdar
Anurag Thakur
Howrah Violence
mamata banerjee latest news
mamata banerjee news
mamata banerjee today
anurag thakur slams mamata
mamata baneree role model of law violation
mamata banerjee anti hindu
mamata biased
sukanta majumdar stopped at howrah
wp bjp president stopped
shaktigarh killing
shaktigar murder
central minister anurag thakur on mamata banerjee