img

Follow us on

Saturday, Jan 18, 2025

Durga Puja Carnival: আলোয় মুখ্যমন্ত্রী অন্ধকারে বাংলা!

আলোয় বসে অন্ধকার ঢাকছেন মুখ্য়মন্ত্রী?

  2022-10-11 12:09:51


রাজপথে আলোর রোশনাই। কার্নিভালে (Durga Puja Carnival) চোখধাঁধানো মঞ্চ। সেখানে আনন্দ সমারোহে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অন্যদিকে জলপাইগুড়িতে অন্ধকার। দেহ মিলেছে নটি। ভেসে গেছে আরও প্রাণ। বাড়িতে গুমরে মরছে পরিবার। প্রশাসন এখনও বুঝে উঠতে পারেনি, কীভাবে ঘটল বিপর্যয়। সাফাই দেওয়া হয়েছে হড়পা বানের। কিন্তু তার মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা নিয়ে মুখে কুলুপ শাসকের। উত্তর নেই, কী কারণে ঘোরানো হয়েছিল নদীর গতিপথ। 

অনুষ্ঠানের বিরাম নেই। আনন্দযজ্ঞে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী। কখনও তিনি ঢাক বাজাচ্ছেন। আবার কখনও কোমর দোলাচ্ছেন। মেতে থাকছেন উৎসবে। কিন্তু রাজধানীর বুকে  অনশনে বসে থাকা চাকরি প্রার্থীদের দিকে তাঁর নজর নেই। এই এসএসসি প্রার্থীদের চাকরি লুঠ হয়েছে। টাকার বিনিময়ে তা লুঠ করেছে শাসক।  কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর জেলের ঘানি টানছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই পুজোর সময় নাকতলা আলো করে থাকতেন তিনি। বছরের পর বছর মুখ্যমন্ত্রী আসতেন। কিন্তু তাঁর ডান হাত কোন গোপন কম্ম করে যাচ্ছেন, সেদিকে তাকাতেন না । শুধু মুচকি মুচকি হাসতেন। সব জেনেবুঝেও এই এড়িয়ে যাওয়ার ভানই কি বিপদ ডেকে এনেছে গোটা রাজ্যে? 

শিক্ষা থেকে শাসন ব্যবস্থা। সব কিছুই এলোমেলো হয়ে গেছে। শাসকের এই নগ্ন অবস্থা যত সামনে আসছে, ততই মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের লুম্পেন বাহিনী। তাদের কাজ বিরোধী স্বরকে বন্ধ করা। যেনতেন প্রকারেণ শাসিয়ে রাখা। নবান্নের আস্কারাতেই তাই নামছে বিপর্যয়। দশমীর রাতে আরামবাগ থেকে নাকাশিপাড়ায় খুন হতে হচ্ছে যুবককে। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুট মণি অধিকারির ( Dr.Mukut Mani Adhikari) উপর হামলা চালাচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হচ্ছে তাঁর গাড়িতে।

এভাবেই নেমে আসছে অন্ধকার। খেলা, মেলা, উৎসবের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে জরুরি পরিষেবা। শহর থেকে জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির আক্রমণ। বছরের পর বছর একই ছবি সামনে এলেও কীভাবে তার মোকাবিলা করা যায়, তার কোনও পরিকল্পনা নেই। তার বদলে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী। বাড়িতে অসুস্থ মানুষকে নিয়ে যখন চিকিৎসা পরিষেবা পেতে হা পিত্যেশ করছে বহু পরিবার, তখন পিতৃপক্ষেই পুজোর ঢাক বাজিয়ে সেই বিপদকে আরও বাড়িয়ে তুলছেন তৃণমূল নেত্রী।  এভাবেই নিজের খেয়ালে রাজত্ব চালাতে গিয়ে পূর্ণিমার দিনে অমাবস্যার অন্ধকার নামিয়ে আনছেন বাংলায়।
 

 

Tags:

Mamata Banerjee

mamata banerjee news

Durga Puja carnival

mamata in carnival

darkness in bengal

mamata dancing

mamata adivasi dance

mamata banerjee durga puja news

mamata banerjee durga puja 2022

mamata banerjee carnival 2022

mamata banerjee carnival kolkata

  durga puja carnival 2022

kolkata durga puja carnival

red road durga puja carnival 2022

durga puja 2022 carnival

durgapuja carnival kolkata 2022

puja carnival


আরও খবর


ছবিতে খবর