আদিবাসী নাচ আর ধামসার তালে মমতা
আলিপুরদুয়ার হোক,বা ঝাড়গ্রাম। গণ বিবাহের অনুষ্ঠান থাকুক বা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আদিবাসীদের নিয়ে কোনও অনুষ্ঠানে যদি হাজির থাকেন মুখ্যমন্ত্রী,তাহলে সেখানকার মহিলাদের সঙ্গে নাচে যোগ দিতে দেখা যায় মমতাকে। কখনও নাচ,কখনও ধামসা মাদলে বোল তোলা,সস্তা জনপ্রিয়তা কুড়োতে বারবার এই পথে হাঁটেন মমতা ব্যানার্জী। কিন্তু এই আদিবাসী প্রীতি লোকদেখানো কিনা তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার বেলপাহাড়িতে গিয়ে সেই প্রশ্নেরই সম্মুখীন হলেন মুখ্যমন্ত্রী। আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করলে তাঁকে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয়। ওই সব মহিলাদের কেউ পায়নি ঘর,কেউ পায়নি ১০০ দিনের কাজের টাকা। অনেককে আবার দু কিলোমিটার হেঁটে খাবার জল আনতে হয়। বাস্তব এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে দিশাহীন মুখ্যমন্ত্রী দায় চাপান কেন্দ্রের ঘাড়ে। কিন্তু সদুত্তর দিতে পারেন না।
আদিবাসী উন্নয়ন প্রশ্নে মুখ্যমন্ত্রীর ভূমিকায় আগে যেমন প্রশ্ন উঠেছে,এখনও উঠছে। আদিবাসী মানেই কি ধামসা মাদল,আর হাত ধরাধরি করে নাচ ? উন্নয়ন হচ্ছে কোথায় ?এর আগে আলিপুরদুয়ারে গিয়ে আদিবাসীদের গণবিবাহে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দেখা যায় মহিলাদের সঙ্গে নাচ করতে এগিয়ে যাচ্ছেন মমতা। কিন্তু তিনি যাঁদের হাত ধরেন,তাঁরা আগে থাকতেই গ্লাভস পরেছিলেন। ফলে স্পষ্ট হয়ে যায়,গোটাটাই পূর্ব পরিকল্পিত। তাই প্রশ্ন ওঠে,এভাবে সস্তা মনোরঞ্জনের কি কোনও প্রয়োজন আছে?
এবার পঞ্চায়েত ভোটের আগে আদিবাসীদের মন কাড়তে বেলপাহাড়িতে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলতে যান মমতা। তখনই তাঁরা তাঁদের অভিযোগ জানান। পরে ঝাড়গ্রামের সভায় এনিয়ে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। রাজ্য সরকারের গাফিলতি স্বীকার না করেই দোষ চাপাতে চান কেন্দ্রের ঘাড়ে। তারপরই ফিরে যান ধামসা মাদলের কথায়। বলেন, তিনিও ধামসা মাদল বাজাতে জানেন। আদিবাসী সংস্কৃতি জানেন বলে নিজের ঢাক পেটাচ্ছেন,অথচ উন্নয়নের কানাকড়ি পৌঁছচ্ছে না তাদের ঘরে। তাই আওয়াজ উঠছে। আর সবকিছু ধামাচাপা দিতেই হয়তো ধামসা মাদলে বোল তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী। আদিবাসী মহিলা দেখলেই চাইছেন নাচতে।
Tags:
Mamata Banerjee
CM Mamata Banerjee
Mamata Dance
mamata banerjee latest news
mamata banerjee news
mamata banerjee news today
mamta banerjee
west bengal cm mamata banerjee
mamata banerjee dance
mamata banerjee dance video
mamata banerjee dances
mamata banerjee adivasi dance
mamata banerjee funny dance
cm mamata banerjee dances
mamta banerjee dance
mamata banerjee dances with tribals
mamata banerjee dances at jhargram
mamata dhamsa madol
mamata tribal dance