img

Follow us on

Saturday, Nov 23, 2024

MAMATA to Purulia DM: "...দলের হলে টেনে চার থাপ্পড়" জেলাশাসককে মুখ্যমন্ত্রী মমতা

MAMATA_PURULIA_ADMIN_MEETTING_FB_Moment_2

  2022-05-30 23:18:09

তৃণমূল নয়, রাজস্বের অর্থের একাংশ নাকি যাচ্ছে রাজ কর্মচারিদের পকেটে। রাজস্বের সবটা জমা পড়ছে না রাজকোষে। ফলে হিসেব মিলছে না। সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে এমনই অভিযোগ উঠতে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজির বিহীন ভাবে ধমক জেলা শাসককে। 

এদিন প্রশাসনিক বৈঠকের শুরু থেকেই 'মুড-অফ' মুখ্যমন্ত্রীর। শুরুই করলেন এই বলে, "আজ একটু অন্যভাবে প্রশাসনিক বৈঠক হবে।" মুখ্যমন্ত্রী শুরুই করলেন 'পেন্ডিং জব' আর 'আন্ডার প্রসেসড' তকমা নিয়ে। কে কত দেরি করে কাজ করেছেন তাঁর খতিয়ানও দেন তিনি।

এরপরই চিরাচরিত হুমকি, সাংবাদিকদের। কোন খারাপ কথা লেখা যাবে না। জেলা আইএনসিএ-র আধিকারিকরা যেন নজর রাখেন ওয়েব পোর্টাল থেকে খবরের কাগজগুলির ওপর।

সভার শুরুতেই অবশ্য মুখ্যমন্ত্রীর খারাপ মেজাজের ইঙ্গিত মিলেছিল। যখন সরকারের সাফল্যের বই আনুষ্ঠানিক উদবোধন করতে চিফ সেক্রেটারিকে ডাকেন জেলা শাসক। মমতার প্রশ্ন বই ইংরাজিতে কেন? 

তবে রাজস্ব গায়েবের ঘটনায় খারাপ মেজাজের বাঁধ ভাঙল। পুরুলিয়ার জেলাশাসকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, ওই জেলাশাসকের প্রতি তাঁর ধারণাই বদলে গেল।
আমাদেরও ধারণা বদলালো মুখ্যমন্ত্রীর প্রতি। যেভাবে একজন জেলা শাসককে চার চড় মারার কথা বললেন তা নজির বিহীন।

ডিএম-কে 'চার থাপ্পড়' মমতার

 

Tags:

Mamata

Bengal CM

Purulia Admin Meeting

DM Purulia

Mamata Slapped

Rahul Majumder


আরও খবর


ছবিতে খবর