মন্ত্রী মলয় ঘটকের কলকাতা-আসানসোলের বাড়িতে একযোগে CBI তল্লাশি
দুয়ারে সিবিআই। কিন্তু আইন মন্ত্রী মলয় ঘটক কোথায়? প্রশ্ন রাজ্য জুড়ে।
আসানসোলের আপকার গার্ডেনের বাড়ি সহ মন্ত্রীর তিন-তিনটে বাড়িতেই তল্লাশি করছে সিবিআই। মন্ত্রী সেখানে নেই। সিবিআই পৌছে গেছে মন্ত্রীর কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতেও। সেখানেও নেই রাজ্যের আইনমন্ত্রী। প্রতিটি বাড়ি ঘিরে রেখেছে সিবিআই। চলছে তল্লাশি। মন্ত্রীর খোঁজে তাঁর ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছে সিবিআই। মন্ত্রীর আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে সেখানেও মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী।
আপাতত মলয় ঘটকের আলমারি খুলতে চায় সিবিআই। কিন্তু চাবি নেই। হাল ছাড়তে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। ডাক পড়েছে চাবিওয়ালার। কিছুক্ষণের মধ্যেই তালা ভাঙার লোক ঢুকলো মলয় ঘটকের ৩৮৭, লেক গার্ডেনের বাড়িতে। আপাতত আইনমন্ত্রীর আলমারির তালা ভাঙতে মরিয়া সিবিআই। কয়লা পাচার (Coal Scam) তদন্তের বেশ কি়ছু মূল্যবান সূত্র আছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের (Molay Ghatak) আসানসোলের (Asansol) বাড়িতেও। সেখানেও তিনি নেই!তাই আলমারি ডেস্ক খুলিয়ে সূত্র সন্ধানে সিবিআই।
এর আগে কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়িয়ে গেছেন মলয় ঘটক। কয়লা পাচার মামলায় বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তারা এখন আসানসোল জেলে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্যও পায় বলে দাবি সিবিআইয়ের ৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই কলকাতা-আসানসোল জুড়ে অভিযান ৷
এদিকে সকাল থেকে বেপাত্তা মন্ত্রীর, অবশেষে হদিশ মিলল রাজভবনের মন্ত্রী আবাসে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের আইনমন্ত্রীকে।
আসানসোলে মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক জানিয়েছেন, তাঁদের সঙ্গে খুবই ভাল ব্যবহার করেছেন সিবিআই অফিসাররা। যদিও তাঁর দাবি, কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার প্রয়োজন নেই মলয় বাবুর। তাঁর প্রয়াত শ্বশুরমশাইয়ের নিজেরই কোটি টাকার সম্পত্তি ছিল। তাঁর উত্তরাধিকার মলয় ঘটকদের।
তবে সিবিআই সূত্রে দাবি, কোটি টাকার সম্পত্তি থাকলেও অপরাধী হতে পারে। এমন হাজারও উদাহরণ রয়েছে। অপরাধী না হলে এর আগে ছ-ছয়বার সিবি আইয়ের জেরা এড়ালেন কেন আইনমন্ত্রী? যুক্তি হিসেবে সুদেষ্ণা ঘটকের বক্তব্য খুব জোরদার নয়।
ততক্ষণে পথে নেমে গেছে তৃণমূল বাহিনী। আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের সমর্থনে। তাঁদের মধ্যে কতটা মলয়বাবুরর জন্য স্লোগান কতটা ইডি সিবিআই বিরোধী স্লোগান আর কতটা নিজেরদের মুখ দেখানো তা ছবিতেই স্পষ্ট।
জেরা শেষে মন্ত্রী জানান, তিনি হতবাক,তলব না করে সিবিআই বাড়িতে এসে যাওয়ায়। যদিও তিনি জানাননি, এর আগে ছয় ছয়বার সিবিআই মন্ত্রীকে তলব করলেও তিনি হাজির হননি কেন? মন্ত্রীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে ডাকছে সিবিআই।
তবে এতদিন কেন সিবিআইয়ের ডাক এড়ালেন সেটা জানাননি মন্ত্রী। যদিও আসানসোল কলকাতায় একযোগে সিবিআই হানায় এখন অনেক সুর নরম মন্ত্রী মলয় ঘটকের। জানিয়েছেন সিবিআই ডাকলেই তিনি যাবেন।
Tags:
Madhyom
Bengali news
coal scam
Moloy Ghatak
MALAY GHATAK
cbi raids moloy ghatak
moloy ghatak latest news
moloy ghatak news
moloy ghatak raided
bengal minsiter moloy ghatak
moloy ghatak tmc
moloy ghatak cbi raids
moloy ghatak raid news
ed summons moloy ghatak
moloy ghatak hindi news
cbi raids today
moloy ghatak cbi raid
cbi raid in bengal
moloy ghatak tmc updates
cbi raids in molay ghatak
west bngal moloy ghatak news
cbi on moloy ghatak
moloy ghatak asansol
molaya ghatak
minister moloy ghotok
ed summons moloy ghotok
cbi raid moloy ghatak
tmc mla moloy ghatak
today bangla news