কয়লা কেলেঙ্কারি তদন্তেও গতি, রুজিরা-মলয়-শঙ্করের পর কাকে তলব?
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারির পর এবার কয়লা কেলেঙ্কারি (coal scam case)তদন্তে গতি আনতে শুরু করল ইডি (ed)। মাঝে বেশ কিছুদিন জিজ্ঞাসাবাদ বন্ধ থাকার পর এবার তলব করা হল অভিষেক পত্নী রুচিরা ব্যানার্জি (ruchira naroola banerjee) থেকে মন্ত্রী মলয় ঘটককে (moloy ghatak)। আগামী সপ্তাহে ডাকা হয়েছে মলয় ঘনিষ্ঠ শঙ্কর চক্রবর্তীকে (shankar chakraborty)। আধার কার্ড, ভোটার কার্ড, আইটি রিটার্ন, পাসপোর্ট ও ফটো সহ তাঁকে হাজির হতে হবে। সোমবারই হাজিরার নোটিশ পৌঁছে যায় শঙ্কর চক্রবর্তীর বাড়ি। তাঁর স্ত্রী দীপা চক্রবর্তী নোটিস গ্রহণ করেন। দীপা বলেন, স্বামী অসুস্থ, তবে ইডি দফতরে দেখা করতে যাবেন। শঙ্কর চক্রবর্তী হাজির হবেন বললেও, ধোঁয়াশায় রেখেছেন মলয় ঘটক। এর আগে আইনমন্ত্রীকে পাঁচবার ডেকেছিল ইডি। কিন্তু কোনও না কোনও ভাবে সেই ডাক এড়িয়ে গিয়েছিলেন তিনি। একবারও হাজিরা দেননি। বরং গোয়েন্দা তদন্তের ডাকে দ্বারস্থ হয়েছিলেন আদালতের। এবার রক্ষাকবচের সময় পেরনোর পর ফের তাঁকে তলব করা হল। ১৯ জুন দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হতে হবে তাঁকে। তবে এবার আইনমন্ত্রী ফের আদালতে যান, নাকি ইডির দফতরে হাজিরা দেন, সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, মলয় ঘটকের পর আর কাকে কাকে ডাকতে চলেছে ইডি।