দুধের পর খাবারের ট্যাঙ্কারে কয়লা পাচার
দরজা খুলতেই চিচিং ফাঁক! ছিল রুমাল হয়ে গেল বেড়াল!
প্রতিদিন নকশা বদলাচ্ছে কয়লা পাচারকারীরা। নিত্যদিন নতুন টেকনিক। জামুরিয়া হয়ে উঠেছে কয়লা পাচারকারীদের স্বর্গরাজ্য। সেফ রুট। এর আগে দক্ষিণী সিনেমার স্টাইলে দুধের গাড়িতে হচ্ছিল কয়লা পাচার। দুর্ঘটনা না ঘটলে ধরাও পড়ত না। এবার ছক বদল।
ফুড প্রোডাক্ট সংস্থার ট্যাঙ্কারে পাচার হচ্ছে কয়লা। গত ১২ তারিখ দুধের গাড়িতে পাচার হওয়া কয়লা ধরেছিল জামুরিয়া থানার পুলিশ। শুক্রবার রাতে জামুরিয়ার রানিসায়রের মোড়ে কাছে নাকা তল্লাশি চালানোর সময় আটক হয় গাড়িটি। গাড়ির পিছনের দরজা খুলতেই হতবাক পুলিশ কর্মীরা। কোথায় খাবারের ক্রেট বা সিলড বক্স। বদলে রয়েছে ছোট ছোট বস্তা বন্দী কয়লা। জামুরিয়ার বীজপুর থেকে হুগলীর ডানকুনিতে যাচ্ছিল এই বেআইনি কয়লা।
হুগলির এক প্রাইভেট ফুড প্রোডাক্ট কোম্পানির নাম লেখা গাড়িতে। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের পাশেই জামুরিয়া। খনি অঞ্চল। সেখান থেকে হুগলি হয়ে কলকাতা। খাবারের গাড়িতে হচ্ছিল কয়লা পাচার। গাড়ি চালক কলকাতার বাসিন্দা সুরজ দাস ও জামুরিয়ার বোগড়ার বাসিন্দা তারক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
কিন্তু কী ভাবে ফাঁদে পড়ল পাচারকারীরা?
বেশ কিছুদিন থেকেই খবর আসছিল, দুধ আর খাবারের গাড়ির পিছনে বাইক নিয়ে যাওয়ার সময় চোখে ধুলো ঢুকছে। অসুবিধা হলেও সন্দেহ করেননি কেউ। নাকা তল্লাশিতে খাবারের গাড়ি থেকে বস্তা বস্তা কয়লা বার হতেই চক্ষু চড়ক গাছ পুলিশের।
সাধারণ মানুষের বক্তব্য, সিবিআই-ইডি তদন্ত শুরু হতেই কয়লা পাচার কারবার ঠেকাতে সক্রিয় রাজ্যের পুলিশ। তবে অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের একাংশের দাবি, সিবিআই-ইডি তদন্ত শুরু হতেই বেপরোয়া হয়ে উঠেছে পাচারকারীরা। পুরানো কমিট্মেন্ট মেটাতে কনসাইনমেন্টের ছক বদল করছে পাচারকারীরা। তাই কখনও দুধের গাড়িতে কখনও খাবারের গাড়িতে পাচার হচ্ছে কয়লা।
Tags:
West Bengal
Bengal news
Bengali news
Coal Smuggling
West Bengal Coal Smuggling case
bengali news live
west bengal coal scam
coal scam case west bengal
coal smuggling in west bengal
bengal coal smuggling case
west bengal coal smuggling
cbi raid in bengal
coal smugglers
cbi enquiry for coal smuggling
west bengal coal mafia lala
west bengal coal mafia
jamuria
west bardwan
west bardhaman
cbi probe on coal smuggling