ক্লাস রুম থেকে কাজের জায়গা
এমন একটা সময় আসছে যখন পশ্চিমবঙ্গের থেকে পাশ করা ছাত্র ছাত্রীদের চাকরি দিতে চাইবেন না নিয়োগ কর্তারা। শঙ্কিত রাজ্যের শিক্ষক সমাজ। রাজ্যের কলেজ শিক্ষক আন্দোলনের নেতা বিমলশঙ্কর নন্দের মতে,
রাজ্যের শিক্ষাক্ষেত্রে মাৎস্যন্যায় শুরু হয়েছে। রাজ্যে শিক্ষাব্যবস্থার ওপর বিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। অভিভাবকরা তো বটেই, ছাত্রছাত্রীরাও স্নাতক স্তরেও রাজ্যের কলেজে ভর্তি হতে চাইছেন না। ক্ষমতা থাকলে তাঁরা ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন পড়তে। ফলে রাজ্যের প্রান্তিক কলেজে ছাত্র নেই। বেশিরভাগ কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হলেও তিরিশ শতাংশের মত সিট খালি থাকছে।
এই কারণেই কেন্দ্রীভূত অনলাইন ব্যবস্থা চালু করার দাবী জানিয়েছিলেন শিক্ষক সমাজ। যার ফলে প্রিন্সিপাল-ছাত্র নেতা-স্থানীয় রাজনৈতিক নেতা-কলেজ পরিচালন সমিতির মাতব্বরি কমানো যায়। ভর্তি বিক্রি ঠেকানো যায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেন্ট্রাল-অনলাইন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ফলে অনার্স থেকে জেনারেল সিট বিক্রি রমরমিয়ে চলেছে।
কলেজের সংখ্যা বেড়েছে। স্নাতকে আসন সংখ্যাও বেড়েছে তাহলে ভর্তি নিয়ে সঙ্কট কেন? অভিজ্ঞ শিক্ষকদের বক্তব্য, সঙ্কট থাকার কথা নেই। কিন্তু গলদ অনেক। যার প্রথম বিষয়টি হল, সরকারের নীতি। শিক্ষা সম্পর্কে সামগ্রিক অনীহা তৈরি করতে চেয়েছে রাজ্যের সরকার।
---------------------------------------
-----ভর্তি সঙ্কট কেন?
১) কলেজগুলোতে পরিকাঠামোর অভাব।
২) বাড়ি নেই,পর্যাপ্ত ক্লাসরুম নেই, লাইব্রেরি ল্যাবরেটরি নেই
৩)বেশিরভাগ কলেজে শিক্ষক ছাত্র অনুপাত ঠিক নেই।
৪) পার্ট টাইম দিয়ে ক্লাস ভরানো হচ্ছে।
৫) ইউজিসির গাইড লাইন মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না।
৬) সর্বভারতীয় হারে বেতন কাঠামো দরকার
শিক্ষাবিদদের মতে কত শতাংশ উচ্চশিক্ষায় যোগদান করে তাঁর ওপর নির্ভর করে সেই রাজ্য কত উন্নত। কিন্তু রাজ্যের বাংলার মনীষাই নষ্ট করতে চাইছেন। একসময় এমন দিন আসবে যখন বাংলার চাকরি প্রার্থীদের চাকরি দিতে চাইবেন না নিয়োগকর্তারা।
Tags:
bjp
West Bengal news
Mamata Banerjee
Madhyom
tmc
UGC
Education
Mamata
Higher Education
West Bengal
bangla news
Bengali news
WB Education
College
West Bengal Collage Admission
West Bengal Higher Study
college admission
college admissions
admission
collage admission 2022-23
7 college admission system
collage admission 2022
dce college admission
college admission 2022
higher education ugc net
higher education for ugc net
higher education in bengali
higher education wb set in bengali
ugc net higher education in bengali
west bengal education minister
Educationist
Bimalsankar Nanda
WB Education Dept
General Study
Technical Education
Managment Education