img

Follow us on

Thursday, Nov 21, 2024

Bomb: সোনার বাংলা আজ বোমার বাংলা?

উদ্ধার বোমা তৈরির মশলা, প্রতিবাদে বিজেপি

  2022-12-02 20:12:59

বাংলা (West Bengal) কি ক্রমশ বম্বল্যান্ড (Bomb Land) হয়ে উঠছে? উত্তর থেকে দক্ষিণ, প্রতিদিনই রাজ্য জুড়ে একটা না একটা বোমার খবর। এবার উদ্ধার গোটা কারখানা (Bomb Factory)। ভাঙড়ের (Bhangar) কাশীপুর থেকে মিলল বোমা ও বোমা তৈরির সামগ্রী। উদ্ধার হয়েছে পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, ১৫ কেজি বোমা বানানোর বারুদ, বোমা বানানোর নানা যন্ত্রপাতি, এমনকি কার্তুজও। আর কয়েক মাস বাদেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। একসময় বিহারে দেখা যেত ঘরে ঘরে বন্দুক তৈরির কারখানা। তখন সেখানে ছিল বাহুবলীদের রাজত্ব। আজ সেই বিহার অনেকটাই বদলে গেছে। কিন্তু বাংলা ডুবে গেছে অন্ধকার জগতে। শিক্ষায় কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি থেকে লটারি কেলেঙ্কারি। খোদ গোয়েন্দা তদন্তেই এ আজ প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এর সঙ্গেই আর একটি সত্য উঠে আসছে। তা হল রাজ্য জুড়ে চাহিদা বাড়ছে বোমার। অর্থনীতির নিয়মেই, চাহিদা বাড়লেই যোগান বাড়ে। সেই নিয়ম মেনেই বাংলায় যখন বোমার কারখানা উদ্ধার হচ্ছে, তখন এটা স্পষ্ট যে বোমার চাহিদা বাড়ছে। আর এর পিছনে কাদের হাত তা টের পাচ্ছে জনতা জনার্দন। ভাঙড়ের ঘটনায় যখন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, তখন ধৃতের বাড়ির লোক বলছেন, জোর করে এই কাজ করানো হতো। অর্থাৎ, শাসকের খবরদারি। ক্ষমতায় টিকে থাকতে বাংলাকে শেষ করে দেওয়ার এক কুটিল চক্রান্ত। যা দেখে বিজেপি নেতারা বলছেন, এটাই রাজ্যে এখন একমাত্র শিল্প। 

রাজ্য জুড়ে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় এদিন সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথে নামে বিজেপি। অশান্ত পরিস্থিতিতে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্ভব নয় বলে সরব হন তাঁরা। বাংলা জুডে় বোমা কারখানার প্রতিবাদে আক্রান্তদের নিয়ে ব্যারাকপুর কমিশনারেটে অভিযানও চালায় বিজেপি।

বিজেপির পাল্টা জবাব দিতে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে শাসকও।  কিন্তু এই দোষারোপের খেল খেলে যে রাজ্যটাকেই অন্ধকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তা কি টের পাচ্ছে না নবান্ন? না কি শুধুমাত্র ক্ষমতার মোহে গোটা বাংলার মানুষকেই বাজি ধরতে চাইছে শাসক কূল!নিউজ চ্যানেলে চ্যানেলে শোরগোল পড়লে, মুখ্যমন্ত্রী খালি বলছেন, বোমা উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁর কথা যে স্রেফ কথার কথা হয়ে থাকছে, তা বুঝতে পারছে বাংলার মানুষ। তাই একসময়ের সোনার বাংলা আজ যখন বোমার বাংলায় পরিণত হয়েছে, তখন তা থেকে পরিত্রাণের পথ খুঁজছে ১৩ কোটি বাঙালি।

 

 

Tags:

Bhangar

West Bengal

Sukanta Majumdar

bomb

Bomb Recover

west bengal bomb blast

bomb recovered at bhangar

bomb recovered

bhangar bomb recovery

crude bombs factory in bhangar

crude bombs found in bhangar

bhangar bomb factory

bhangar bomb making unit

bhangar bomb rescue news

bhangar news

bhangar bomb rescue news update

firearms recover from bhangar

bhangor

bhangar firearms recover

crude bombs recovered bengal

bengal bomb bazaar

west bengal bomb bazaar

bomb bazaar in west bengal

bengal bomb attack

west bengal bomb attack

bomb blast in bengal

bomb factories

bengal bomb factories

bengal bomb factories news

bjp barrackpur aviyan


আরও খবর


ছবিতে খবর