img

Follow us on

Sunday, Jan 19, 2025

Anubrata Mondal: অনুব্রতর সাজানো নাটক ফাঁস?

অনুব্রতর সাজানো নাটক ফাঁস?

  2022-12-27 20:58:50


অনুব্রতর (Anubrata Mondal) সাজানো নাটক (Drama) ফাঁস? দুবরাজপুর আদালতে (Dubrajpur Court) তাঁর জামিন (bail) মেলার পরই এই প্রশ্ন সামনে এসেছে। গরু পাচার মামলায় তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিল ইডি। তা মঞ্জুরও করে ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু আচমকাই অন্য ছবি দেখা দেয় বীরভূমে। বালিজুড়ির শিবঠাকুর নামের এক বাসিন্দার অভিযোগে অনুব্রতকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। অভিযোগ, ২০২১ সালে নাাকি অনুব্রত শিবঠাকুরকে গলা টিপে মেরে দিতে চেয়েছিলেন। এই অভিযোগ পেয়েই রাতারাতি তৎপর হয় পুলিশ। হেফাজতে নেয় কেষ্টকে। কিন্তু এক সপ্তাহ পর দ্বিতীয়বার আদালতে পেশ করতেই জামিন দেওয়া হল অনুব্রতকে। 

কিন্তু সাতদিনের মধ্যেই কেন জামিন? পুলিশ তো ফের হেফাজতে নিতে চেয়েছিল। জানা যাচ্ছে তদন্তে গাফিলতির কথা। ঘটনাটা যে সাজানো এবং পরিকল্পনা মাফিক, তা ঘটনাক্রম সাজালেই পরিষ্কার হয়ে যায়। এক বছর আগে দুবরাজপুর পার্টি অফিসে নাকি শিবঠাকুরের গলা টিপে ধরেছিলেন অনুব্রত। প্রশ্ন উঠছে, এক বছর এই ঘটনা চাপা ছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, দুবরাজপুর পার্টি অফিস থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। অভিযোগ পাওয়ার পর একদিনের জন্যও ওই পার্টি অফিসে যাওয়া দরকার বলে মনে করেনি পুলিশ। মামলার নিয়ম অনুযায়ী, পুলিশের উচিত ঘটনাস্থলে গিয়ে সবকিছু সরেজমিনে দেখা, তদন্ত করা। কিন্তু তা হয়নি। অভিযোগকারীর বয়ানও প্রথমে রেকর্ড করা হয়নি। তাই প্রশ্ন উঠছে, তিহাড় জেলে কেষ্টর যাওয়া আটকাতেই কি তড়িঘড়ি এই কৌশল? যা ফাঁস হয়ে গেল সাতদিনের মধ্যে!

পুরো ঘটনায় তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নলহাটির সভা থেকে এদিন তিনি বলেন, অনুব্রতর তিহাড় যাত্রা এভাবে আটকানো যাবে না। দিল্লি যাত্রা আটকাতে কীভাবে কৌশল করা হয়েছিল, তাও জনসমক্ষে আনেন শুভেন্দু।

কেষ্টর কৌশল নিয়ে কটাক্ষের বার্তা বিরোধী সব শিবির থেকেই। তাদের মতে, রাজ্য জুড়েই এধরনের গলা টেপার অভিযোগ প্রচুর। সেদিকে কানও দেয় না পুলিশ। কিন্তু রাতারাতি শিবঠাকুরের অভিযোগে কেন নড়েচড়ে বসল প্রশাসন, সেটাই রহস্যের। এব্যাপারে অবশ্য সাবধানী তৃণমূল। তারা বুঝতে পারছে, এনিয়ে মুখ খুললে বিপদ। তাই সতর্ক পা ফেলে বাঁচার চেষ্টায় শীর্ষ নেতৃত্ব। কিন্তু বীরভূম তৃণমূলে যে কাঁপন ধরেছে তা প্রকাশ্যে এসে গেছে। এদিনই নলহাটির সভায় বিজেপিতে যোগ দিয়েছেন বিপ্লব ওঝা। তিনি বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি ছিলেন। অনুগত ছিলেন অনুব্রত মণ্ডলেরও। কিন্তু গত এক বছর ধরে দলে কোণঠাসা হয়ে বীতশ্রদ্ধ তিনি। তাই এদিন সকালেই তৃণমূল ত্যাগ করেন। বিকেলে যোগ দেন বিজেপিতে। নলহাটির সভায় এদিন অনেককেই বিজেপিতে যোগ দিতে দেখা যায়। ফলে পঞ্চায়েত ভোটের আগে বীরভূম যে শাসকের কাছে অশনি সংকেত হয়ে উঠছে তা স্পষ্ট।

 

Tags:

 

anubrata mondal

TMC leader Anubrata Mondal

anubrata mondal tmc

anubrata mondal news today

anubrata mondal latest news

Anubrata Mondal arrested

anubrata mondal news

anubrata mandal arrest news

anubrata mondal arrest

biplab ojha

anubrata drama

Anubrata's Drama open to all

anubrata mondal bail

anubrata monal jail

dubrajpur case

dubrajpur Anubrata Mondal

Shiv thakur Mondal


আরও খবর


ছবিতে খবর