COW_SMUGGLE_CASE
গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তে তটস্থ তৃণমূলের হেভিওয়েট নেতারা। কিন্তু এই তদন্তে এরমধ্যেই সিবিআই চার্জশিটে কাদের নাম যুক্ত হয়েছে জানেন?
সোমবারই একটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে নাম রয়েছে বিকাশ মিশ্র, সায়গল হোসেন ও আব্দুল লতিফের। তিনজনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। এদিন মোট ৪১ পাতার চার্জশিট আসানসোল বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া হয়।
এই নিয়ে আসানসোল বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলায় তিনটি চার্জশিট জমা পড়লো। দফায় দফায় জমা পড়া এই চার্জশিটে মোট ১১ জনের নাম আছে। এরা হল বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, সায়গল হোসেন, আব্দুল লতিফ, বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমার, সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল, শ্বশুর বাদলকৃষ্ণ সান্যাল, মূল কিং পিন এনামূল হক, এনামুলের স্ত্রী রশিদা বিবি, গোলাম মুস্তাফা এবং আনারুল শেখ।
বিনয় মিশ্র বহুদিন ধরেই পলাতক। তাঁর হদিশ জানাতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে সিবিআই। বিনয়ের খোঁজ পেতে ইন্টারপোলেরও সাহায্য নেওয়া হচ্ছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ছদ্ম নামে বিনয় মিশ্র এখন প্রশান্ত মহাসাগরের বুকে ভানুয়াতু দ্বীপপুঞ্জে আত্মগোপন করে আছে।
চার্জশিটে দ্বিতীয় নাম বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের। বিকাশ এখন প্রেসিডেন্সি জেলে রয়েছে। ২০২১ সালের মার্চ মাসে ইডি প্রথম দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করে।
তৃতীয় নাম হিসেবে উঠে আসছে সায়গল হোসেন। সোমবারই তার জেল হেফাজতের ৬০ দিন পূর্ণ হয়েছে।
২০২২ সালের ১০ জুন গ্রেফতার করা হয় সায়গলকে। দীর্ঘ সওয়াল জবাব শেষে সোমবার নাকচ হয়ে যায় সায়গলের জামিন। ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সিবিআই হেফাজতের পর থেকেই সায়গলকে আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে রাখা রয়েছে।
চার্জশিটে নাম থাকা আব্দুল লতিফকে এখনও গ্রেফতার করা হয়নি।
চার্জশিটে পঞ্চম নাম বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। ৩২ দিন জেল হেফাজতে থাকার পর আপাতত তিনি জামিনে মুক্ত। ২০২০ সালের ১৮ নভেম্বর তাঁকে গ্রেফতার করে গোয়েন্দারা। ওই বছরই ২রা ডিসেম্বর আসানসোল বিশেষ সিবিআই আদালত থেকে জামিনে মুক্ত হন সতীশ।
সতীশ কুমারের সঙ্গেই চার্জশিটে নাম আছে তাঁর স্ত্রী তানিয়া সান্যাল ও শ্বশুর বাদল কৃষ্ণ সান্যালের।
চার্জশিটে অষ্টম ব্যক্তি এনামূল হক। এনামূলই গরু পাচার চক্রের অন্যতম কিং পিন। ২০২২ সালের ২৭ জানুয়ারি ১৩ মাস জেলে থাকার পরে জামিন পায় এনামুল হক।
এনামূল হকের সঙ্গেই চার্জশিটে নাম আছে তাঁর স্ত্রী রশিদা বিবির।
সিবিআই চার্জশিটে আরও দুজন যাদের নাম আছে তারা হল গোলাম মুস্তাফা আর আনারুল শেখ।
গোয়েন্দা সূত্রে খবর, এই গরু পাচার মামলায় যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগই
বীরভূম জেলার তৃণমুল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ। ফলে ঘুম ছুটেছে অনুব্রতর। সোমবারই তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতার অজুহাতে তিনি সোজা চলে যান এসএসকেএম। হাসপাতাল তাঁকে ভর্তি নিতে না চাইলে ফিরে যান বীরভূমে। তবে পালিয়েও রেহাই নেই। বুধবার ফের তাঁকে তলব করেছে সিবিআই। তাই চিন্তায় অস্থির তৃণমূলের হেভিওয়েট নেতা।
মাধ্যম ব্যুরো রিপোর্ট
Tags:
Cattle smuggling case
Cattle smuggling
CBI Cattle smuggling case
Cow smuggling
cow smuggling case
Bikash Mishra
cow smuggling west bengal
anubrata cow smuggling
cow smuggling chargesheet
cow smuggling probe
cow smuggling ring
cbi files chargesheet
cattle smuggling in west bengal
cattle smuggling india-bangladesh border
Saigal husain
birbhum cow smuggling