img

Follow us on

Sunday, Jan 19, 2025

Anubrata Mondal: গরু পাচারের টাকা অনুব্রতর কোন আত্মীয়ের ঘরে?

গরু পাচারের টাকা অনুব্রতর কোন আত্মীয়ের ঘরে?

  2022-10-12 23:30:18

তৃণমূল জমানায় এক লাফে বহু গুণ আয় বেড়েছে মন্ত্রী, সান্ত্রী থেকে বহু তৃণমূল কর্মীর। এর মধ্যেই গ্রেফতার অনেকে। গোয়েন্দা তদন্তে ক্রমশ বেরিয়ে আসছে তাদের কুকীর্তির কথা। এবার আরও তথ্য উঠে আসছে। এদিন অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষকে তলব করে সিবিআই। প্রায় দু ঘণ্টা জেরা করা হয় তাঁকে । জেরা শেষে গাড়ি নিয়ে বেরিয়ে যান রাজা  ঘোষ। এই রাজা ঘোষ তৃণমূল সরকারের প্রথম পাঁচ বছরে বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন। এদিন রাজা ঘোষের বাড়ি গিয়ে তলবের চিঠি ধরিয়ে আসে সিবিআই। শুধু তাই নয়, এই রাজা ঘোষের মা, অনুব্রতর দিদির নামে থাকা শম্ভু রাইস মিলেও হানা দেন গোয়েন্দারা। 

এ দিনই বোলপুরে সিবিআই-এর ক্যাম্প অফিসে গিয়ে অনুব্রত মণ্ডলের পৈতৃক গ্রামে দু'টি সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র জমা দিয়ে আসেন বোলপুর রেজিস্ট্রি অফিসের এক কর্মী৷ জমি দুটি তাঁর জামাইবাবু কমলাকান্ত ঘোষের নামে। এই কমলাকান্ত ঘোষ রাজা ঘোষের বাবা।

অনুব্রতর বিরুদ্ধে তদন্তে নেমে তাঁর মেয়ে এবং আত্মীয়, পরিচিতদের নামে থাকা বিভিন্ন ব্যক্তির বিপুল সম্পত্তির উৎস খোঁজার চেষ্টা করছে সিবিআই৷ এদিন নোটিস ধরানো হয়েছে অনুব্রতর মেয়েকেও। সোমবারই সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। অনুব্রতর মেয়ের নামে থাকা এএনএম অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার আধিকারিকদেরও নোটিস ধরানো হয়েছে সিবিআই-এর তরফে৷ সংস্থার আয় ব্যয়ের হিসেব, সংস্থায় বিনিয়োগের অর্থ কোথা থেকে এলো, সেই সমস্ত নথি নিয়ে সোমবারের মধ্যে সিবিআই-এর ক্যাম্প অফিসে হাজিরা দিতে বলা হয়েছে সংস্থার আর এক ডিরেক্টর অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনকেও ৷ গরু পাচার চক্রের টাকা কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে, তা জানতেই এই তদন্ত। কারণ আয়কর দফতরের হিসেব বলছে, গত ৮-১০ বছরে মণ্ডল পরিবারের আয় বেড়েছে ২০ গুণ। সকলেই হয়ে উঠেছেন কোটিপতি। দুর্নীতির উৎস সন্ধানেই চলছে জোর তল্লাশি।

Tags:

cbi

anubrata mondal

Cow smuggling

cow smuggling case

anubrata mondal latest news

anubrata mondal news

Sukanya Mondal

anubrata mondal daughter

Cattle Sumggling Case

 anubrata mondal cbi

anubrata mandal's relative in cbi radar

Sukanya mondal summoned by cbi

cattle sumggling

Anubrata Mondal income

Raja ghosh

shiva sambhu rice mill